Homeবিনোদনহাই জুনুনে জ্যাকুলিন ও নীল

হাই জুনুনে জ্যাকুলিন ও নীল


জিওহটস্টার সম্প্রতি প্রকাশ করেছে তাদের নতুন ওয়েব সিরিজ ‘হাই জুনুন—ড্রিম. ডেয়ার. ডমিনেট.’-এর অফিসিয়াল ট্রেলার। অ্যাকশন, আবেগ, সংগীত ও প্রতিদ্বন্দ্বিতায় পরিপূর্ণ এ ড্রামা সিরিজটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা এবং প্রযোজনা করেছে জিও ক্রিয়েটিভ ল্যাবস।

মুম্বাইয়ের অ্যান্ডারসন কলেজের প্রেক্ষাপটে নির্মিত এ সিরিজে উঠে এসেছে নাচ ও সংগীতভিত্তিক প্রতিযোগিতার জগৎ। গল্পের কেন্দ্রে রয়েছে ‘সেবি’ চরিত্রে অভিনয় করা সুমেধ মুডগালকর, যে ‘দ্য মিসফিটস’ নামে একটি দল গড়ে তোলে, যার মেন্টর হন জ্যাকুলিন ফার্নান্দেজ। তার চরিত্রের নাম ‘পার্ল সালধানা’। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ‘দ্য সুপারসোনিকস’—কলেজের অভিজাত ও প্রভাবশালী দল, যার নেতৃত্বে রয়েছে ‘গগন আহুজা’ যেই চরিত্রে অভিনয় করছেন নীল নিতিন মুকেশ।

সিরিজটি নিয়ে নীল নিতিন মুকেশ বলেন, ‘এ সিরিজে সংগীত শুধু উপাদান নয়, এটি কাহিনির হৃৎস্পন্দন। ৪০টি অসাধারণ ট্র্যাকসহ, এটি এ বছরের সবচেয়ে বড় অ্যালবাম এবং এক নতুন মুভমেন্ট। এটি এমন একটি কনটেন্ট হতে যাচ্ছে, যা আপনাকে সিনেমার প্রেমে পড়ে যেতে বাধ্য করবে।’

নিজের নতুন এ কাজ নিয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, ‘পার্ল চরিত্রটি বাহ্যিকভাবে গ্ল্যামারাস হলেও তার গভীরে রয়েছে এক দুর্বলতা। এ চরিত্রে কাজ করতে গিয়ে আমাকে দীর্ঘ সময় নাচের অনুশীলন করতে হয়েছে।’

সিরিজটি নিয়ে পরিচালক অভিষেক শর্মা জানান, এটি অসাধারণ গল্পে নির্মাণ করা হয়েছে। এ সময় তিনি অভিনেতাদের প্রশংসাও করেন।

‘হাই জুনুন—ড্রিম. ডেয়ার. ডমিনেট.’-এ আরও অভিনয় করছেন বোমান ইরানি, সিদ্ধার্থ নিগম, প্রিয়াঙ্ক শর্মাসহ একঝাঁক নতুন মুখ। এটি শিগগিরই জিওহটস্টারে মুক্তি পেতে চলেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত