Homeদেশের গণমাধ্যমে১১ তলা ভবনের ছাদ জুড়ে টিনশেড, ভেতরে ছিল বৈদ্যুতিক যন্ত্রাংশ

১১ তলা ভবনের ছাদ জুড়ে টিনশেড, ভেতরে ছিল বৈদ্যুতিক যন্ত্রাংশ


রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ার নামের একটি ১১ তলা ভবনের টপ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিট নাগাদ লাগা ওই আগুন পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চার ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটা ওই ১১ তলা ভবনটির পুরো ছাদ জুড়ে একটি টিনশেড এবং তার ভেতরে বৈদ্যুতিক যন্ত্রাংশে পূর্ণ ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

শনিবার রাত ১২টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

মো. ছালেহ উদ্দিন বলেন, শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে আমরা খবর পাই পুরানা পল্টনের একটি ভবনে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। আমাদের প্রথম দল আসার পর আগুনের ভয়াবহতা দেখে সাহায্য চায়। পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও পাঁচটি দল ঘটনাস্থলে আসে। ১১ তলা ভবনের পুরো ছাদ জুড়ে একটা টিনশেড ছিল সেখানে। এই টিনশেডের ভেতরে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক যন্ত্রাংশ ছিল। ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। একটি দরজা ছিল মাত্র।

তিনি আরও বলেন, ভবনের একদম ওপরে হাওয়ায় পানির প্রেশার পাওয়া নিয়ে বেগ পেতে হয়েছিল। তারপরও ১২টা ২৫ মিনিটের দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। কিন্তু নির্বাপণ করতে আরও কিছুটা সময় লাগবে। তবে আগুন বিস্তার লাভ করার আর কোনো সম্ভাবনা নেই।

এই বহুতল ভবনের আশপাশে আরও বহুতল ভবন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগুনটা আশপাশের ভবনে ছড়িয়ে যেতে পারতো। কিন্তু তা ছড়ায়নি।

প্রতিটা ভবনের মালিকদের আশপাশের ভবনের ছাদে অবৈধ স্থাপনা আছে কি না সে বিষয়ে নজর রাখার পরামর্শ দেন মো. ছালেহ উদ্দিন। তিনি বলেন, ছাদকে আশ্রয়স্থল বলা হয়। এই ভবনের নিচে যদি আগুন লাগতো তাহলে পুরো ছাদ বন্ধ থাকার কারণে অনেক প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল। ভাগ্যের বিষয় ছাদে আগুন লাগার কারণে লোকজন সব নিচে নেমে আসতে পেরেছে। কেউ আহত বা নিহত হননি।

আগুন পুরোপুরি নির্বাপণ না হলে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব নয় বলেও জানান তিনি।

কেআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত