Homeদেশের গণমাধ্যমেআগস্টের উত্তাল দিনগুলোতে নেহা

আগস্টের উত্তাল দিনগুলোতে নেহা


নিদ্রা দে নেহা, উঠে এসেছিলেন ২০২০ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চ থেকে। মডেলিং দিয়ে বিনোদন জগতে শুরু পথচলা। এরপর নাটক, টেলিফিল্ম হয়ে কাজ করেছেন ওয়েব সিরিজেও। এমনকি গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘শরতের জবা’ সিনেমা।  

অল্প সময়ে ইন্ডাস্ট্রিতে পথ চলা, তবে নেহা বেশ বেছে বেছে, ভালো কাজ হাতে নেন। ভালো কাজ এই অর্থে বলা, তিনি নিজের কাজের পরিসর বুঝে স্ক্রিপ্ট নির্বাচন করেন। তাই, অল্প সময়েই নেহা বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন।

সে ধারাবাহিকতায় এবার আসছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে। সিরিজটি নির্মাণ করেছেন আসিফ চৌধুরী। 

গত বছরের আগস্টে দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই ওয়েব সিরিজটির দৃশ্যধারণ হয়েছিল। ওয়েব সিরিজটির গল্প এমন, প্রেমিকা গোলাপিকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের।

সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ।

‘ফ্যাঁকড়া’ সিরিজে গোলাপি চরিত্রে অভিনয় করছেন নিদ্রা দে নেহা। তার  বিপরীতে আছেন পার্থ শেখ।

সিরিজটি নিয়ে নেহা বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। প্রেমের জন্য অপরাধ এবং ভুলের পরণতি, সেখানে কতগুলো মানুষ জড়িয়ে পড়ে সেই গল্প পর্দায় দেখাবেন নির্মাতা। গত আগস্ট মাসের চ্যালেঞ্জিং একটা সময়ে এর দৃশ্য ধারণ হয়েছিল। নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। অবশেষে সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালোই লাগছে। চেষ্টা করেছি গোলাপি চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি, দর্শক তা ভালো বলতে পারবেন।’ নিদ্রা দে নেহা নেহা এবং পার্থ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম প্রমুখ।

বলা প্রয়োজন, রায়হান রাফী নির্মিত শাকিব খানের পরবর্তী সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয়ের কথা ছিল নেহার। গণমাধ্যমকে এই খবর নিজে জানিয়েছিলেন নেহা। কিন্তু সংবাদ প্রকাশের পর হঠাৎ করেই শোনা যায়, সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি।   





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত