Homeবিনোদনপ্রথমবারের মতো পর্দায় ঈশান-ভূমি | কালবেলা

প্রথমবারের মতো পর্দায় ঈশান-ভূমি | কালবেলা


বলিউডের আলো ঝলমলে জগতে নতুন এক জুটি হাজির হতে চলেছে। অভিনেতা ঈশান খাট্টর ও ভূমি পেড়নেক প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা দেবেন আসন্ন ওটিটি সিরিজ ‘দ্য রয়্যালস’-এ। যার প্রিমিয়ার শুরু হবে ৯ মে।

সিরিজটি মুক্তির আগে ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তারা নিজেদের অন-স্ক্রিন কেমিস্ট্রি, শুটিং অভিজ্ঞতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং নিয়ে খোলামেলা কথা বলেন।

ভূমি জানান, এ সিরিজের শুটিং শুরু করার আগে তারা একে অপরকে তেমন চিনতেন না। ফলে সংযোগ গড়ে তুলতে কিছুটা সময় লেগেছিল। তবে শুটিংয়ের সময় ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে, ঈশান জানান, ভূমির মতো গুণী অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করা তার জন্য একটি দারুণ অভিজ্ঞতা।

সিরিজটিতে অভিনয়ের বিষয়ে ঈশান বলেন, আমাদের কেউই এমন কোনো চরিত্রে অভিনয় করিনি আগে। তবে এ সিরিজের আটটি পর্ব জুড়ে চরিত্রের নানা দিক ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। শুধুই প্রেম নয়, এখানে ছিল দ্বন্দ্ব, অহংকার ও তীব্র আবেগ।

তাদের কেমিস্ট্রি ও লুক নিয়ে অনলাইনে ট্রোল হওয়া প্রসঙ্গে ভূমি বলেন, আজকাল ট্রোলিং মানুষের এক ধরনের বিনোদন হয়ে উঠেছে। এতে আমাদের কিছু যায় আসে না।

এ বিষয়ে ঈশান যোগ করেন, ‘এসবের কথা ভাবলে আমাদের হয়তো কাজটাই করা হতো না; কিন্তু আমাদের স্ক্রিপ্টটা এতটা ভালো লেগেছিল যে, অন্য কিছু ম্যাটার করেনি।’

‘দ্য রয়্যালস’ সিরিজে ঈশান ও ভূমির পাশাপাশি আরও রয়েছেন সাক্সি তানওয়ার, জিনাত আমান, নোরা ফাতেহি, বিহান সমত, ডিনো মোরিয়া, মিলিন্দ সোমন, চাঙ্কি পাণ্ডে, লিসা মিশ্রা, কাব্য ত্রেহান, উদিত অরোরা ও সুমুখী সুরেশ।

ভূমিকে সবশেষ দেখা গিয়েছিল মুদাসসার আজিজের পরিচালনায় নির্মিত সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে, যেখানে তার সহঅভিনেতা ছিলেন অর্জুন কাপুর ও রাকুল প্রীত সিং। ঈশান খট্টর প্রধান অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন মাজিদ মজিদির ‘বেয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমায়। তবে শিশুশিল্পী হিসেবে ভূমির প্রথম কাজ ছিল ‘বাহ! লাইফ হো তো অ্যায়সি!’।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত