Homeখেলাধুলাডিআরএস বিতর্কে আবারও উত্তাল আইপিএল

ডিআরএস বিতর্কে আবারও উত্তাল আইপিএল

[ad_1]

বিতর্ক যেন পিছু ছাড়ছে না আইপিএলের আম্পায়ারদের। গুজরাটের ম্যাচে শুভমান গিলের সাথে উত্তেজনার পরের ম্যাচেই আবারও দেখা গেল নাটকীয়তা। বেঙ্গালুরুতে শনিবার রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাইভোল্টেজ ম্যাচে সেই দৃশ্যই ধরা পড়ল। ম্যাচের চতুর্থ বলেই মাঠে নামে বিতর্ক—আর তার কেন্দ্রে ছিলেন চেন্নাইয়ের তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস।

প্রথম বলেই এলবিডব্লিউ! লুঙ্গি এনগিডির ইনসুইং বলে ফাঁদে পড়লেন ব্রেভিস। খালি চোখে দেখেই মনে হচ্ছিল বলটা পায়ের বাইরেই চলে যাবে, কিন্তু আম্পায়ার আঙুল তুলে দেন। তখনও ডিআরএস নেওয়ার সময় ছিল হাতে, তবে ব্রেভিস দ্বিধায় ছিলেন। তিনি রানারের প্রান্তে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে আলোচনা শুরু করেন—এমন সময়ই শেষ হয়ে যায় ডিআরএস নেওয়ার ১৫ সেকেন্ডের সময়সীমা।

শেষ পর্যন্ত যখন ব্রেভিস রিভিউ নেওয়ার সংকেত দেন, ততক্ষণে সময় শেষ! আম্পায়ার তা গ্রহণ করেননি। পরে রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পের বাইরে যাচ্ছিল—ডিআরএস থাকলে নট আউট হতেন ব্রেভিস। সেই সঙ্গে চেন্নাই হয়তো জয়ও ছিনিয়ে আনতে পারত।

এত বড় ম্যাচে এমন ভুল সিদ্ধান্ত? ক্ষুব্ধ জাদেজা সঙ্গে সঙ্গেই আম্পায়ারের মুখোমুখি হন, ক্ষোভ প্রকাশ করেন ব্রেভিসও। মাঠে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে ক্ষোভ ঝরে পড়ে। অনেকেই বলছেন, ‘এমন ম্যাচে কি ১৫ সেকেন্ড যথেষ্ট? গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন।’

এই বিতর্কিত সিদ্ধান্তের মূল্য চেন্নাইকেই চুকাতে হয়। ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ পর্যন্ত তারা থেমে যায় ২১১/৫ রানে—মাত্র ২ রানের ব্যবধানে হারে ম্যাচটি।

তবে হার সত্ত্বেও চেন্নাইয়ের তরুণ ব্যাটার আয়ুশ মতরের ৪৮ বলে ৯৪ রানের ইনিংস এবং জাদেজার ৪৫ বলে অপরাজিত ৭৭ রানের লড়াকু প্রচেষ্টা মুগ্ধ করেছে দর্শকদের। আরেকটু হলে শেষ হাসিটা হাসত চেন্নাই।

এর আগে ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ঝড় তোলেন বিরাট কোহলি, জ্যাকব বেটেল ও রোমারিও শেফার্ড। দলকে এনে দেন ২১৩ রানের বড় স্কোর। কিন্তু ম্যাচের শেষে আলোচনার কেন্দ্রে একটাই বিষয়—ডিআরএস না পেয়ে ব্রেভিসের বিদায় এবং সেই ক্ষোভে জাদেজার প্রতিবাদ!



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত