Homeখেলাধুলাসোহানের নেতৃত্বে কিউইদের বিপক্ষে মাঠে নামবে ‘এ’ দল

সোহানের নেতৃত্বে কিউইদের বিপক্ষে মাঠে নামবে ‘এ’ দল


বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য ‘এ’ দলের পারফরম্যান্স অনেকটা অনুশীলন মঞ্চের মতো। আর সেই মঞ্চে এবার বড় পরীক্ষায় নামছে বাংলাদেশ ‘এ’ দল—প্রতিপক্ষ নিউজিল্যান্ড ‘এ’।

তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে সিলেটে জমজমাট প্রস্তুতি চলছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—কে হবেন অধিনায়ক? সেই অপেক্ষার অবসান ঘটেছে। দলের হাল ধরছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

রোববার (০৪ মে) সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, ‘অধিনায়ক তো চূড়ান্ত, সোহানই দলকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেশের জন্য খেলছি, তাই ভালো ক্রিকেট খেলাই আমাদের প্রধান লক্ষ্য।’

সিরিজ সূচি:

প্রথম ওয়ানডে: ৫ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

দ্বিতীয় ওয়ানডে: ৭ মে, একই মাঠে

তৃতীয় ওয়ানডে: ১০ মে, সিলেট আউটার স্টেডিয়ামে

প্রথম চারদিনের ম্যাচ: ১৪ মে, সিলেট

দ্বিতীয় চারদিনের ম্যাচ: ২১ মে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

এই সিরিজ কেবল জয়-পরাজয়ের লড়াই নয়—এটা সুযোগ তরুণদের জন্য, যারা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে। ইমন, বিজয়, সাইফ, ইয়াসির কিংবা নাইম—সবাই মুখিয়ে আছে পারফরম্যান্স দিয়ে নজর কাড়তে।

বিশেষ নজর থাকবে মোসাদ্দেক, শরীফুল ও খালেদের ওপর, যারা আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেলেও এখন ধারাবাহিকতা প্রমাণের পরীক্ষায়।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড:

পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

এই সিরিজে ভালো করার মধ্যে দিয়ে কেউ হয়তো কাঁপিয়ে দিতে পারে জাতীয় দলের নির্বাচকদের চিন্তাভাবনা। সোহানের নেতৃত্বে তরুণদের এই অভিযান কী সফল হবে? তার উত্তর মিলবে সিলেটের সবুজ গালিচায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত