Homeদেশের গণমাধ্যমেহাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র-জনতা। রোববার (৪ মে) রাতে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন জাতীয় নাগিরক পার্টি-এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ) মো. আতাউল্লাহ্, সংগঠক জিহান মাহমুদ, জেলা এনসিপি সদস্য জয়ন্তী বিশ্বাস, আজিজুর রহমান লিটন, ছাত্র-জনতার পক্ষে হাইমিনুল আজবীন, বোরহহান উদ্দিন সিয়াম প্রমুখ।

বক্তারা বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা জুলাই বিল্পবের ওপরই হামলা। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে চট্টগ্রাম ও সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছন্ন করে দেওয়া হবে। এ ছাড়া আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এর আগে রোববার সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপরই অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম । রোববার (৪ মে) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

শিবির সভাপতি এক বার্তায় বলেন, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযাত্রী, তাদের কারও ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করব, ইনশাআল্লাহ।

জাহিদুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্ট কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত