Homeবিনোদনবাবিল খানের কান্নায় উত্তাপ বলিউডে

বাবিল খানের কান্নায় উত্তাপ বলিউডে

[ad_1]

সদা হাস্যোজ্জ্বল থাকেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। তাঁর সমসাময়িক যে কয়েকজন শিল্পী অভিনয়ে এসেছেন, খ্যাতি পেয়েছেন—সবার চেয়ে বাবিলই বেশি আন্তরিক। ভক্ত কিংবা পাপারাজ্জি, যে কারও সঙ্গেই সহজে মিশে যান তিনি। সেই বাবিলকে হঠাৎ কান্নায় ভেঙে পড়তে দেখে মন ভেঙেছে সবার। ইরফানপুত্রের জন্য উদ্বেগ জানাচ্ছেন ভক্তরা।

গতকাল একটি ভিডিও পোস্ট করা হয় বাবিলের ইনস্টাগ্রাম স্টোরিতে। তাতে দেখা গেল একেবারেই অন্য বাবিলকে। এলোমেলো চুল। গালভর্তি দাড়ি। চোখজোড়া অশ্রুসিক্ত। ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েন বাবিল খান। বলিউড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও মুছে দেন। এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে সেই ভিডিওর অংশবিশেষ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে বাবিলকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘আমি বলতে চাইছি, এখানে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদি, রাঘব জুয়াল, আদর্শ গৌরব ও অরিজিৎ সিংয়ের মতো মানুষ আছেন। বলিউড খুবই জঘন্য জায়গা।’ ভিডিওর আরেক অংশে তিনি বলেন, ‘বলিউড আমার দেখা সবচেয়ে ফেক ইন্ডাস্ট্রি। কিন্তু এখানে এমন কিছু মানুষও আছেন, যাঁরা ইন্ডাস্ট্রির ভালো চান। এখানে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে।’

তবে ঠিক কী কারণে বলিউডের প্রতি এমন ক্ষোভ প্রকাশ করলেন বাবিল খান, তা স্পষ্ট নয়। অনেকের অনুমান, বলিউডের বৈষম্য নিয়েই তিনি ভেঙে পড়েছেন। অনেকেই বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত এ ঘটনার পর। বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। এ ঘটনার পর বিবৃতি দেওয়া হয়েছে বাবিলের পরিবার ও টিমের পক্ষ থেকে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক বছরে বাবিল খান তাঁর কাজ দিয়ে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছেন। নিজের মানসিক স্বাস্থ্যের বিষয় নিয়ে সব সময়ই খোলামেলা কথা বলেছেন তিনি। সবারই খারাপ সময় যায়, এটিও ছিল তাঁর জীবনের খারাপ দিনগুলোর একটি। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, বাবিল নিরাপদে আছেন, শিগগির সুস্থ হয়ে উঠবেন।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘তাঁর ওই ভিডিওর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ওই ভিডিও ক্লিপে তিনি এমন কয়েকজন সহকর্মীর নাম আন্তরিকতার সঙ্গে উল্লেখ করেছেন, যাঁরা ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ উপহার দিয়েছেন। প্রশংসার জায়গা থেকেই নামগুলো এসেছে।’ বাবিলের ওই ভিডিওর অংশবিশেষ দেখে কোনো সিদ্ধান্তে না আসার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল জি ফাইভে মুক্তি পেয়েছে বাবিল অভিনীত নতুন সিনেমা ‘লগ আউট’। এতে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত