চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠতে বার্সেলোনাকে থামাতে হবে—তা জানা। তবে বার্সার এত তারকার মধ্যে একজনকে ঘিরেই সবচেয়ে বেশি শঙ্কিত ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। তার মতে, ১৭ বছর বয়সী লামিন ইয়ামালই হতে পারেন সান সিরোতে স্বপ্নভঙ্গের কারণ।
সোমবার (০৫ মে) সংবাদ সম্মেলনে ইনজাগি সরাসরিই বলেন, ‘আমরা চাই তাকে (ইয়ামাল) বল থেকে দূরে রাখতে, কিন্তু সেটা প্রায় অসম্ভব।’
প্রথম লেগে দুর্দান্ত এক গোল করে বার্সাকে ৩-৩ গোলে সমতায় ফেরাতে সাহায্য করেন ইয়ামাল। তাকে নিয়ে তাই আলাদা পরিকল্পনা করছেন ইন্টারের কোচ, যদিও জানেন কাজটা কঠিন।
‘ও এত দ্রুত চিন্তা করে, বল পাওয়ার আগেই জানে কী করতে হবে। এমন প্রতিভা খুব কমই দেখা যায়,’—বলেছেন ইনজাগি।
তাকে থামাতে দ্বৈত মার্কিং নাকি একজনকে নিযুক্ত করবেন ছায়ার মতো লেগে থাকার জন্য—এমন নানা পরিকল্পনার কথাও জানান তিনি।
ইন্টার ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনিও বললেন, ‘আমি ইউরোতে ওর বিপক্ষে খেলেছিলাম। তখন এতটা ভয়ঙ্কর ছিল না। এখন মনে হচ্ছে বয়স বিবেচনায় ও-ই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।’
এদিকে রবার্ট লেভানডভস্কি ইনজুরির কারণে প্রথম লেগ খেলতে না পারলেও দ্বিতীয় লেগে ফিরছেন। তাতে বার্সা আক্রমণভাগে আরও ধার বাড়বে। ইয়ামাল-রাফিনিয়া-লেভানডভস্কি ত্রয়ীকে নিয়ে বেশ চাপে ইন্টার।
তবে ইনজাগি আত্মবিশ্বাসী, ‘আমাদের দলে আত্মবিশ্বাস আছে। ঘরের মাঠে সমর্থকদের সামনে আমরা দুর্দান্ত কিছু করতে পারি।’
ইন্টার বর্তমানে সেমির দ্বিতীয় লেগকে ‘প্রায় এক ফাইনাল’ হিসেবেই দেখছে। একটুর জন্য পেছনে পড়ে থাকা সিরি আ শিরোপার লড়াইয়ের মাঝে এই ম্যাচ তাদের মর্যাদার লড়াইও বটে।
আর ইনজাগির মতে, সেই লড়াইয়ে জয়ী হতে হলে ইয়ামালকে রুখতেই হবে—কারণ ফাইনালের টিকিট যেন আটকে আছে তার পায়েই!