Homeদেশের গণমাধ্যমে৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানের সব বিমানবন্দর বন্ধ

৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানের সব বিমানবন্দর বন্ধ

[ad_1]

পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর এবং দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারত সরকার দাবি করেছে। ভারত জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালনো হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ভারত মসজিদ, নারী ও শিশুদেরও হামলার লক্ষ্যবস্তু করেছে।তারার বলেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী বেশ কয়েকটি শত্রুঘাঁটিও ধ্বংস করেছে। পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ শিগগির জনসমক্ষে প্রকাশ করা হবে।

এদিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পাকিস্তান সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, পরবর্তী ৪৮ ঘন্টার জন্য তারা সব বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে।

অন্যদিকে ভারতের অনেক বিমান পরিবহন সংস্থাও ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবে বিমান বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চন্ডিগড় এবং রাজকোটের বিমান চলাচল বুধবার দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে।

পাঞ্জাবের অমৃতসর শহরের দিকে আসা দুটি আন্তর্জাতিক বিমান তারা ঘুরিয়ে দিল্লিতে নিয়ে আসছে। আবার বেসরকারি ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট জানিয়েছে যে, উত্তর ভারতের ধরমশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরের বিমানবন্দর বন্ধ থাকার কারণে তাদের বিমান পরিচালনায় পরিবর্তন আনতে হচ্ছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত