Homeজাতীয়মিয়ানমারের ৪০ নাগরিককে ফেরত পাঠালো বাংলাদেশ

মিয়ানমারের ৪০ নাগরিককে ফেরত পাঠালো বাংলাদেশ


বাংলাদেশে আটকে পড়া মিয়ানমারের ৪০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বেসামরিক বিমানযোগে প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৪ জন মিয়ানমারের সেনা ও বর্ডার গার্ড পুলিশ সদস্যদের বুধবার (৭ মে) মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। একইসঙ্গে কক্সবাজার কারাগারে আটক পাঁচ জন এবং পটুয়াখালী কারাগারে আটক মিয়ানমারের বেসামরিক এক নাগরিককে তাদের সাজার মেয়াদ শেষ হওয়ায় নিজ দেশে প্রত্যাবাসন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে গত বছরের ৯ ডিসেম্বর থেকে এ বছরের ১২ জানুয়ারি পর্যন্ত পালিয়ে আসা ৩৪ সেনা ও বিজিপি সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিলেন। তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে ছিলেন। মিয়ানমার সরকার তাদের শনাক্তকরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রক্রিয়া শেষ করার পর তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, কক্সবাজার জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কাস্টমস ও অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ঢাকায় মিয়ানমার দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত বছর চার দফায় মোট মিয়ানমারের ৮৭৫ জন বিজিপি ও অন্যান্য সদস্যদের সমুদ্রপথে মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছিল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত