Homeদেশের গণমাধ্যমেএনসিপি স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি গঠন

এনসিপি স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি গঠন


প্রাথমিক স্বাস্থ্যসেবা, সার্বজনীন স্বাস্থ্যবীমা নিশ্চিতকরণসহ বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি গঠন করেছে।

বুধবার (০৭ মে) রাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানায় দলটির দপ্তর বিভাগ। এতে কো-অর্ডিনেটর করা হয়েছে ডা. মো. আব্দুল আহাদকে। এছাড়া ডা. তাসনিম জারাসহ ৪২ জন সদস্য রয়েছে এ কমিটিতে।

এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদ উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির উদ্যোগে একটি স্বতন্ত্র স্বাস্থ্য সংগঠন গঠনের লক্ষ্যে ‘স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি’ গঠিত হচ্ছে। যার লক্ষ্য একটি বৈষম্যহীন, সার্বজনীন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা। এই উইং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যখাতের ডাক্তার ও স্বাস্থ্যখাতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ, বাধ্যতামূলক রেফারেল সিস্টেম চালু, সার্বজনীন স্বাস্থ্যবীমা নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় E-Health সিস্টেম গঠনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমতা প্রতিষ্ঠায় কাজ করবে। পাশাপাশি বাংলাদেশকে স্বাস্থ্যসেবায় আত্মনির্ভর করে গড়ে তোলার মাধ্যমে বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমিয়ে বাংলাদেশমুখী স্বাস্থ্যসেবার পথ তৈরি করাই হবে এই উইংয়ের অন্যতম উদ্দেশ্য।

কমিটিতে অন্যান্য সদস্য হলেন- ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, ডা. জাহেদুল ইসলাম, ডা. মাহমুদা মিতু, ডা. আশরাফুল আলম সুমন, ডা. মিনহাজুল আবেদীন, ডা. জাহিদুল বারী, ডা. মনিরুজ্জামান, ডা. সাবরিনা মনসুর, ডা. আবদুল্লাহ জামিল, ডা. হুমায়ুন কবীর হিমু, ডা. মাহমুদুল হাসান, সাব্বির সাকি, ডা. আব্দুস সালাম, ডা. শাহরিমা রিতু, ডা. তামান্না তাবাসসুম, ডা. নাফিজ খান, ডা. এ বি এম নিযামুল হক শিকদার, ডা. তাসফিয়া আফরোজ, ডা. রাইয়ান হাশর, ডা. সিয়াম সৈয়দ, ডা. ফাহিম আশহার, ডা. মাহফুজ আলম, ডা. ইমা ইসলাম, ডা. নাজমুস শাকির, ডা. আহমাদুল্লাহ আহমাদ ডা. জুলফিকার ইসলাম রওনক, ডা. জামশেদ মাশুক, ডা. সামিরা, ডা. আবদুল্লাহ সালমান, ডা. তাহিয়া, ডা. ইউসুফ লিমন, ডা. সেতু দত্ত, ডা. ইফতেখারুল আলম শিবলী, ডা. আরিফুর রহমান, ডা. খন্দকার আলী কাওসার, ডা. মাসহাবা মাহবুব মনামী, ডা. তাসরিনা আকতার, ডা. তানভীর লতিফ, ডা. মাহবুবুর রহমান এবং ডা. মাহবুবুর রহমান রিহাদ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত