Homeঅর্থনীতিবিজিএমইএ নির্বাচনের সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা, নেতৃত্বে কারা?

বিজিএমইএ নির্বাচনের সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা, নেতৃত্বে কারা?

[ad_1]

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ।

বুধবার (৭ মে) নির্বাচনী সময়সূচি অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন সম্মিলিত পরিষদ আনুষ্ঠানিকভাবে তাদের প্যানেলের ঘোষণা দেয়। প্যানেল নেতৃত্বে রয়েছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম। তার নেতৃত্বে ঘোষিত ৩৫ সদস্যের প্যানেলে স্থান পেয়েছেন সংগঠনের সাবেক দুই সভাপতি ফারুক হাসান ও খন্দকার রফিকুল ইসলাম।

বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ড জানায়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সম্মিলিত পরিষদের ৪৩ জন মনোনয়ন জমা দেওয়া প্রার্থীর মধ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী একক প্রার্থিতার জন্য প্রয়োজনীয় প্রত্যাহার সম্পন্ন হয়। প্যানেল নেতা হিসেবে আবুল কালাম দুটি মনোনয়নপত্র জমা দেন, যা প্রচলিত রীতি অনুযায়ী বৈধ।

ঢাকা অঞ্চল থেকে প্যানেলে রয়েছেন– বিজিএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব (ফোর-এ ইয়ার্ন ডায়িং), সাবেক সহ-সভাপতি আসিফ আশরাফ (উর্মি গার্মেন্টস), মো. মশিউল আজম (পশমি সুয়েটার্স), মুস্তাজিরুল শোভন ইসলাম (স্প্যারো অ্যাপারেলস), ফিরোজ আলম (তুসুকা অ্যাপারেলস), মো. সোহেল সাদাত (শিন শিন অ্যাপারেলস), সৈয়দ সাদেক আহমেদ (স্পেস সুয়েটার্স), আশিকুর রহমান তুহিন (মায়াস গার্মেন্টস), নুরুল ইসলাম (বিটুবি এক্সিলেন্স), শাহাদাত হোসেন (ফর্টিস গার্মেন্টস), মহিউদ্দিন রুবেল (ডেনিম এক্সপার্ট), রেজাউল আলম মিরু (গালপেক্স), কামাল উদ্দিন (টর্ক ফ্যাশনস), সাইফুদ্দিন সিদ্দিকী সাগর (টিএমএস ফ্যাশনস), আবরার হোসেন সায়েম (সায়েম ফ্যাশনস), তামান্না ফারুক থিমা (বি জি কালেকশন), মির্জা ফাইয়াজ হোসেন (অ্যাপারেলস ভিলেজ), হেলাল উদ্দিন আহমেদ (ডেনিম অ্যাটায়ার্স), লিথি মুনতাহা মহিউদ্দিন (লিথি অ্যাপারেলস), একেএম আজিমুল হাই (জোভিয়ান সোয়েটার), মঞ্জুরুল ফয়সাল হক (টেক ম্যাক্স), এস এম মনিরুজ্জামান (মিমো কটন জোন) এবং মো. রাশেদুর রহমান (পুলম্যান নিটওয়্যার)।

চট্টগ্রাম অঞ্চলের প্যানেল নেতা নির্বাচিত হয়েছেন– ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব। প্যানেলে রয়েছেন রাকিবুল আলম চৌধুরী (এইচকেএফ ও অ্যাপারেলস লিমিটেড), মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস), অঞ্জন শেখর দাস (আরএসবি ইন্ডাস্ট্রিয়াল), নাফিদ নাবি (বিএসএ অ্যাপারেলস), সৈয়দ মোহাম্মদ তানভীর (প্যাসিফিক জিন্স), মোস্তফা সারোয়ার রিয়াদ (আরডিএম অ্যাপারেলস), আবসার হোসেন (টপ স্টার ফ্যাশন) এবং গাজী শহীদ উল্লাহ (সনেট টেক্সটাইল)।

নির্বাচনী তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মে। একই দিনে ঢাকা ও চট্টগ্রাম উভয় অঞ্চলে ভোট হবে।

প্যানেল ঘোষণার পর আবুল কালাম বলেন, ‘আমাদের লক্ষ্য একটি সুগঠিত, অংশগ্রহণমূলক ও কার্যকর বিজিএমইএ গঠন করা। এ জন্য আমরা অভিজ্ঞ, পরীক্ষিত নেতার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদেরও অন্তর্ভুক্ত করেছি।’

তিনি বলেন, ‘সদস্যদের স্বার্থ রক্ষা, বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন এবং বৈশ্বিক বাণিজ্যে নেতৃত্ব নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।’

নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সাবেক সভাপতি ফারুক হাসান এবং চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী।

সম্মিলিত পরিষদ বলছে, দেশের তৈরি পোশাক খাতের ন্যায্য ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়নের মাধ্যমে আস্থা অর্জনের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত