Homeপ্রবাসের খবরগুরুতর অসুস্থ প্রবাসীকে মালদ্বীপ দূতাবাসের বিমানের টিকেট হস্তান্তর

গুরুতর অসুস্থ প্রবাসীকে মালদ্বীপ দূতাবাসের বিমানের টিকেট হস্তান্তর


মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. আব্দুল মালেক খানকে দেশে ফেরার জন্য হাইকমিশনের পক্ষ থেকে একটি বিমান টিকেট দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

বুধবার (৭ মে) মালদ্বীপের বাংলাদেশের দূতাবাসের কার্যালয়ের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ তাকে টিকেট হস্তান্তর করেন। বিমানের টিকিট হস্তান্তরের সময় গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. আব্দুল মালেক খানের শারীরিক খোঁজখবর নেন।

মো. আব্দুল মালেক যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে বিগত এক মাস ধরে মালদ্বীপের রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কর্তব্যরত ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার লক্ষ্যে দেশে যাওয়া জরুরি।

মো. আব্দুল মালেক খান রাজবাড়ীর বালিকান্দি উপজেলার মাতলাখালী গ্রামের মো. ইয়াসিন খানের ছেলে। জীবনের তাগিদে ২০১৯ সালে তিনি মালদ্বীপে আসলেও কয়েক বছর পরেই অবৈধ হয়ে পড়েন তিনি। আগামী শুক্রবারে তিনি বাংলাদেশে যাবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত