Homeদেশের গণমাধ্যমেপ্রথম দিন ওটিটিতে ‘কিষ্কিন্ধা কান্দম’

প্রথম দিন ওটিটিতে ‘কিষ্কিন্ধা কান্দম’

[ad_1]

মালায়ালাম সিনেমার বড় শক্তি হলো তাদের গল্প। এ ইন্ডাস্ট্রির থ্রিলার পছন্দ করেন না এমন দর্শক নেই বললেই চলে। এবার মালায়ালাম সিনেমা ভক্তদের জন্য আরও একটি হাড় হিম করা থ্রিলার ওটিটিতে মুক্তি পাচ্ছে আজ। নাম ‘কিষ্কিন্ধা কান্দম’।

সিনেমার গল্প ‘অজয়’ নামে একজন নিবেদিত বন কর্মকর্তাকে ঘিরে। যে বিয়ের পর নিজেদের পারিবারিক বাড়িতে চলে যায়। যেখানে তার বাবা একা থাকেন,  যে একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। বাড়িটি ঘন বন সংরক্ষিত অঞ্চলের কাছে অবস্থিত। এরপর এ বাড়িটি নিয়ে যত রহস্য, তা আস্তে আস্তে সামনে আসতে থাকে। বাড়ির অতীত ইতিহাসও রহস্যজনক। এমনই এক রহস্যের গল্প লিখেছেন বাহুল রমেশ। আর এটি পরিচালনা করেছেন দিনজিথ আয়থান।

ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে ১ নভেম্বর মুক্তি পাবে এটি। এতে ‘অজয় চন্দ্রন কেভি’ চরিত্রে অভিনয় করেছেন আসিফ আলি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে বিজয়রাঘবন, অপর্ণা বালামুরালি, পিভি জগদীশ কুমার ও শেবিন বেনসন।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত