Homeপ্রবাসের খবর‘রাতে দেশ ছাড়তে পারেন জাপা মহাসচিব চুন্নু’ – প্রবাস খবর

‘রাতে দেশ ছাড়তে পারেন জাপা মহাসচিব চুন্নু’ – প্রবাস খবর


জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু আজ বৃহস্পতিবার রাতে দেশ ছাড়তে পারেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আবু হানিফ তার পোস্টে বলেছেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে আজ রাতে আওয়ামী দোসর জাপার মহাসচিব দেশত্যাগ করতে পারেন। বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।

জানা যায়, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেও তিনি অংশ নিয়েছিলেন। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টিকে জোটবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই জাপা নেতা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

এর পর থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত