Homeখেলাধুলাতিন গোলের লিডের পরও আতঙ্কে ম্যানইউ কোচ

তিন গোলের লিডের পরও আতঙ্কে ম্যানইউ কোচ


তিন গোলের জয়ে ইউরোপা লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বিশাল এক সুবিধাজনক অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ এর মাঝেই শঙ্কায় ভুগছেন দলের কোচ রুবেন আমোরিম। বলছেন, ‘আমরা মাঝেমধ্যে মন হারিয়ে ফেলি’— আর এমনটাই যদি হয়, তবে নাটকীয় এক বিপর্যয় ডেকে আনতে পারে অ্যাথলেটিক বিলবাও।

প্রথম লেগে বিলবাওয়ের মাঠেই ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড। তবু বৃহস্পতিবার দ্বিতীয় লেগ সামনে রেখে কোচ আমোরিম মনে করিয়ে দিলেন—ফুটবলে এক গোলই বদলে দিতে পারে সবকিছু। বিশেষ করে এমন এক মৌসুমে যেখানে তার ইউনাইটেড দল এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে এবং ফলাফল অনুযায়ী তারা ‘সবচেয়ে বাজে দল’ তার কোচিংয়ে!

‘আমরা ফাইনালে যেতে চাই, কিন্তু জানি যে তার জন্য ভোগান্তি পোহাতে হবে,’ বলেন আমোরিম। ‘মাঠে আমরা একটা দল, পরক্ষণেই হঠাৎ করে মনযোগ হারিয়ে ফেলি। একটা গোল, একটা লাল কার্ড, কিছুই অসম্ভব নয়। আমরা ম্যাচ জিততে চাই—তাই এক মুহূর্তের জন্যও মনোযোগ হারানো যাবে না।’

অথচ বিলবাওয়ের অবস্থা কিছুটা নাজুক। ম্যাচে খেলতে পারছেন না সাসপেন্ড হওয়া সেন্টার-ব্যাক দানি ভিভিয়ান এবং মূল আক্রমণভাগের তিন কাণ্ডারি—ওইহান সানসেট, ইনিয়াকি ও নিকো উইলিয়ামস।

তবু এই সুবিধা থেকে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলেই মনে করছেন কোচ। তিনি আরও বলেন, ‘আমি এখনও মনে করি এই মৌসুম ইউনাইটেডের গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম। ইউরোপা লিগ জিতলেও সেটা ঢেকে রাখতে পারবে না।’

শক্তিশালী অবস্থানে থেকেও যে ভয়টা তাড়া করছে ইউনাইটেডকে, সেটাই ফুটবলের অনিশ্চয়তার বড় প্রমাণ। দ্বিতীয় লেগে ঘরের মাঠে বিলবাও ঠিক কতটা ‘ভোগান্তি’ তৈরি করতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত