Homeজাতীয়ময়মনসিংহ-২ আসনে দলের বিভাগীয় সফর বাদ দিয়ে যমুনায় আসছেন রাফি

ময়মনসিংহ-২ আসনে দলের বিভাগীয় সফর বাদ দিয়ে যমুনায় আসছেন রাফি


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা আপলোড করেছেন। ভিডিওতে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

রাফি জানান, ‘অভ্যুত্থানের ১০ মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত জুলাই শহীদদের খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। যে সংগঠন, যে গণহত্যাকারীরা আমাদের উপর হামলা চালিয়েছিল, আমাদের ভাইদেরকে শহীদ করেছিল, আহত করেছিল, যে সংগঠনের হাতে হাজারো শহীদের রক্ত লেগে আছে, আওয়ামী লীগ নামক সন্ত্রাসী সংগঠনটিকে এখনো অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি।’

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা রাফি তার দলের সার্চ টিমের সাথে ময়মনসিংহ-২ সংসদীয় আসনে বিভাগীয় সফররত ছিলেন। তিনি জানান, তারা নেত্রকোনায় ছিলেন, আগামীকাল জামালপুরে তাদের প্রোগ্রাম ছিল। রাফি বলেন, ‘জামালপুরের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলাম। কিন্তু যখন হাসনাত ভাই ডাক দিয়েছেন, তখন আমরা আগামীকালের প্রোগ্রামে যাওয়ার আগে যমুনায় যাচ্ছি।’

এছাড়া, সবাইকে নিজ দায়িত্বে যমুনায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ফায়সালা রাজপথে করব। এইবার এইটার শেষ আমরা দেখে ছাড়বো, ইনশাল্লাহ। আর কোন ছাড় নয়, আর কোন সুশীলতা নয়। অনেক হয়েছে, দশ মাস পার হয়ে গেছে, এখন এটা আমাদের গলার কাঁটা হয়ে গেছে।’

 

সূত্র: https://www.facebook.com/khan.talat.mahmud.rafy.248898/videos/1445890520150976





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত