Homeদেশের গণমাধ্যমেমদ্যপ খলনায়ক গ্রেপ্তার

মদ্যপ খলনায়ক গ্রেপ্তার

[ad_1]

তামিল-মালায়ালাম সিনেমার জনপ্রিয় খলনায়ক বিনায়কনকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) মদ্যপ অবস্থায় কেরালার কোলাম হোটেল থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেতাকে। 

পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেতা বিনায়কন তার পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য গত ২ মে থেকে হোটেলে ছিলেন। গতকাল মদ্যপ অবস্থায় হট্টগোল শুরু করেন। পরে হোটেল কর্তৃপক্ষ আঞ্চালুমুড়ু থানায় ফোন করেন।    

আঞ্চালুমুড়ু থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, “তিনি অতিরিক্ত মদ্যপান করেছিলেন। এরপর হোটেলের সবার সঙ্গে চিৎকার করতে থাকেন। এমনকি পুলিশ যাওয়ার পর তাদের সঙ্গেও চিৎকার করছিলেন।”

পুলিশ বিনায়কনকে আঞ্চালুম্মুডু থানায় নেওয়ার আগে তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যায়। কেরালা পুলিশ আইনের ১১৮(ক) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও একজনের হেফাজতে অভিনেতাকে জামিন দেওয়া হয়েছে।

অভিনেতা বিনায়কন হোটেলে কেমন আচরণ করেছেন, তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ভিডিওতে তাকে ক্রমাগত কথা বলতে দেখা গেছে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়।

মদ্যপানজনিত আচরণের কারণে অভিনেতার আইনি ঝামেলা এই প্রথম নয়। অতীতেও একই রকম ঘটনা ঘটেছে। ২০২৪ সালের নভেম্বরে, গোয়ার রাস্তায় হট্টগোল সৃষ্টি করেছিলেন। সেই ভিডিওতে এক দোকানদারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়।

অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন বিনায়কন। ‘জেলার’, ‘মার্কো’, ‘কালি’, ‘আড়ু টু’-এর মতো সিনেমায় অভিনয় করে নজর কাড়েন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত