Homeলাইফস্টাইলভয় মানুষের সহজাত নয়, বরং অভিজ্ঞতা থেকে শেখা: গবেষণা

ভয় মানুষের সহজাত নয়, বরং অভিজ্ঞতা থেকে শেখা: গবেষণা

[ad_1]

মানুষের সর্প ভীতি আদৌ সহজাত, নাকি অভিজ্ঞতা—এ নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন পর্যবেক্ষণ মিলেছে সাম্প্রতিক এক গবেষণায়। বিবিসি টু’র অনুষ্ঠান দ্য হিউম্যান বডি: সিক্রেটস অব ইওর লাইফ রিভিলড-এ সম্প্রচারিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, শিশুরা সাপ দেখে ভয় পায় না বরং কৌতূহল প্রকাশ করে। এতে বিজ্ঞানীরা মনে করছেন, সাপের প্রতি মানুষের ভয় জিনগত নয়, বরং পরিবেশ এবং অভিজ্ঞতা থেকে অর্জিত।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় ১১ মাস বয়সী শিশুদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে দেখা যায়, তারা তখনই সাপের ছবির প্রতি বেশি মনোযোগী হয়, যখন হিশ হিশ শব্দ করে বা তীক্ষ্ণ বিষদাঁত বের করে হা করা ছবি দেখানো হয়। গবেষকেরা বলছেন, এ থেকে পরিষ্কার যে, ভয় একটি আবেগীয় প্রতিক্রিয়া, যা শিশুরা আশপাশের বড়দের কাছ থেকে শেখে।

বিশেষজ্ঞদের মতে, বিশেষত মা-বাবা বা লালন-পালনকারীর প্রতিক্রিয়া দেখে শিশুদের ভয় বা নিরাপত্তাবোধ গড়ে ওঠে। কোনো ব্যক্তি যদি সাপ দেখে আতঙ্কগ্রস্ত হয়, তাহলে শিশু সেই ব্যক্তির প্রতিক্রিয়া দেখেই বস্তুটিকে ভীতিকর কিছু হিসেবে শনাক্ত করতে শেখে। তবে পাশের কেউ নেতিবাচক প্রতিক্রিয়া না দেখালে, শিশুরা সাধারণত সাপকে কৌতূহল সহকারে পর্যবেক্ষণ করে।

বিজ্ঞানীরা বলছেন, এই পর্যবেক্ষণ শুধু সাপ নয়, প্রায় সব ধরনের ভীতি—যেমন উঁচু জায়গাকে ভয় পাওয়া (উচ্চতাভীতি), অন্ধকার কিংবা পোকামাকড়কে ভয় পাওয়া ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই শিশুদের মানসিক বিকাশে আশপাশের মানুষের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে, ভীতি যেন ‘সচেতনতা’য় রূপ নেয়, তা নিশ্চিত করা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, যেখানে বিষাক্ত প্রাণীর উপস্থিতি নিয়মিত, সেখানে সচেতনতা গড়ে তোলাটা জরুরি হলেও আতঙ্ক সৃষ্টি না করাটাই শিশুদের জন্য মানসিকভাবে স্বাস্থ্যকর। এতে তারা ভয় নয়, বরং যুক্তিবোধের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে শেখে।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন ফোবিয়ার (ভীতিজনিত মানসিক সমস্যা) উৎস খুঁজতে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই শিশুরা আশপাশের মানুষের অভিব্যক্তি অনুকরণ করেই ভয় পেতে শেখে। সর্প ভীতি বা অন্য যে কোনো ভীতি—অভিজ্ঞতা থেকে প্রাপ্ত হলে, তা প্রতিরোধও সম্ভব বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা।

বিশেষজ্ঞদের ভাষ্য, এই গবেষণাগুলো ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভয়কে সহজাত হিসেবে না দেখে, একটি অভিজ্ঞতা থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করলে, শিশুদের মাঝে অকারণ আতঙ্ক বা ফোবিয়া গড়ে ওঠা রোধ করা সম্ভব বলে মনে করেন তাঁরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত