[ad_1]
হজরত সাদ ইবনে ওবায়দা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোরআন পড়ে ভুলে যায়, সে কেয়ামতের দিন আল্লাহর দরবারে এমন অবস্থায় আসবে যে, কুষ্ঠ রোগের কারণে তার অঙ্গপ্রত্যঙ্গ যেন খসে খসে পড়ছে।’ (আবু দাউদ: ১৪৭৪)
শিক্ষা
১. কোরআন পড়ে ভুলে যাওয়ার কয়েকটি অর্থ হতে পারে।
১. কোরআন তেলাওয়াত শেখার পর তেলাওয়াত না করতে করতে পড়তে ভুলে যাওয়া।
২. হিফজ করার পর মুখস্থ পড়তে ভুলে যাওয়া।
৩. কোরআন তেলাওয়াত ও হিফজ করার পর পড়া ছেড়ে দেওয়ার মাধ্যমে কোরআনের কথা ভুলে যাওয়া।
৪. কোরআনের হুকুমসমূহ জানার পর তা ভুলে যাওয়া। যেভাবেই ভুলে যাওয়া হোক, তার পরিণাম অত্যন্ত ভয়াবহ।
২. কোরআন আল্লাহর কালাম। তাই প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করা, সাধ্যমতো হিফজ করার চেষ্টা করা ও কোরআনের বাণী জানার চেষ্টা করা।
৩. কোরআনের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা।
[ad_2]
Source link