Homeদেশের গণমাধ্যমেসুদ আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধ

সুদ আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধ

[ad_1]

আল্লাহতায়ালা বলেন, ‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া যা আছে সব ছেড়ে দাও, যদি তোমরা ইমানদার হয়ে থাকো। যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যদি তোমরা তওবা করো তবে মূলধন তো তোমাদেরই। এতে তোমরা অত্যাচারও করবে না, অত্যাচারিতও হবে না।’ (সুরা বাকারা: ২৭৮-২৭৯)

শিক্ষা

১. সুদকে আল্লাহ চিরতরে হারাম করেছেন। সুদ হচ্ছে অর্থের বিনিময়ে অতিরিক্ত অর্থের মালিক হওয়া।

২. আল্লাহ পণ্যের বিনিময়ে অর্থ উপার্জনের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর অর্থের বিনিময়ে অতিরিক্ত অর্থের মালিক হওয়াকে হারাম করেছেন।

৩. সুদের সঙ্গে জড়িয়ে পড়লে সুদের বকেয়া অর্থ-সম্পদ ছেড়ে দেওয়া বান্দার কর্তব্য। সুদের সম্পদ বান্দার জীবনে ধ্বংস ডেকে আনে।

৪. যদি কেউ সুদের লেনদেনে জড়িয়ে তা পরিত্যাগ না করে তবে তার জন্য আল্লাহর পক্ষ কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। অর্থাৎ তা আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধে জড়ানোর নামান্তর।

৫. তবে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করলে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন। আর মূল পুঁজি ও সম্পদের ব্যাপারে সে জিজ্ঞাসিতও হবে না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত