Homeখেলাধুলাপাকিস্তান ছেড়ে দেশে ফিরছেন রিশাদ ও নাহিদ

পাকিস্তান ছেড়ে দেশে ফিরছেন রিশাদ ও নাহিদ


পাকিস্তান-ভারতের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা অবশেষে থাবা বসাল ক্রিকেটে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অর্নিদিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর বাকি অংশ। ফলে দেশে ফিরে আসছেন পিএসএলে খেলা দুই বাংলাদেশি তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা।

দুই তরুণ ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছিলেন পিএসএলে অংশ নিতে। শুরুতে বলা হয়েছিল, সংঘাত এড়াতে বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে। রিশাদ ও নাহিদ সেই প্রস্তুতি নিয়েই ছিলেন। তবে সামগ্রিক পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে খেলোয়াড়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। শুধু ক্রিকেটারই নয়, পাকিস্তানে কর্মরত ছিলেন দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক মাহরুশ প্রত্যয় ও তাশফিক পলক—তাদেরও ফিরিয়ে আনা হচ্ছে।

বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস নিশ্চিত করেছেন, এই চারজন এরই মধ্যে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পিএসএলের চলতি আসরে রিশাদ হোসেন বল হাতে নজর কেড়েছিলেন। অভিষেকের অপেক্ষায় ছিলেন পেসার নাহিদ রানা। দুর্ভাগ্যবশত, মাঠে নিজেদের মেলে ধরার আগেই বাধা হয়ে দাঁড়াল যুদ্ধাবস্থা।

বর্তমানে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। অনেকেই খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, যার ফলে বিপাকে পড়ে আয়োজকরা। পরিস্থিতির উন্নতি না হলে পিএসএল আবার শুরু হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এখন সবচেয়ে বড় স্বস্তির খবর—রিশাদ ও নাহিদ সুস্থ ও নিরাপদ অবস্থায় দেশে ফিরছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত