Homeবিনোদননতুন নেতৃত্বে চলচ্চিত্র পরিচালক সমিতি

নতুন নেতৃত্বে চলচ্চিত্র পরিচালক সমিতি


নানা জটিলতা ও নাটকীয়তার পর নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শুক্রবার (৯ মে) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।
এবারের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শাহীন সুমন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা প্রতিক্রিয়া জানান।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি আবুল খায়ের বুলবুল, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বন্ধন বিশ্বাস, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান মানিক।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব এবং জয়নাল আবেদীন (জয় সরকার)।
নবনির্বাচিত সভাপতি শাহীন সুমন বলেন, “বিপুল ভোটে নির্বাচিত হয়ে সবার প্রতি কৃতজ্ঞ। এই বিজয় শুধু আমার নয়, আমাদের সবার। সাধারণ সদস্যরা বারবার আমাকে নির্বাচিত করছেন, তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে সংগঠনকে এগিয়ে নেওয়া এবং কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া।”
নির্বাচিত সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল বলেন, “নির্বাচনে কিছু জটিলতা থাকলেও শেষ পর্যন্ত সফলভাবে ভোট সম্পন্ন হয়েছে। বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি আনন্দিত। আমি মার্কেটিংয়ের লোক, জানি সংগঠন কীভাবে এগিয়ে নিতে হয়। নিয়মিত কাজ চালিয়ে যাব এবং সংগঠনকে আরও গতিশীল করব।”
নির্বাচনের মাধ্যমে গঠিত এই নতুন নেতৃত্বের প্রতি চলচ্চিত্র অঙ্গনের সদস্যরা আশা রাখছেন-সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে দেশের চলচ্চিত্র শিল্পের অগ্রগতিতে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত