Homeখেলাধুলাপাকিস্তান থেকে ফিরে যে অভিজ্ঞতার কথা শোনালেন রিশাদ

পাকিস্তান থেকে ফিরে যে অভিজ্ঞতার কথা শোনালেন রিশাদ


পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনার কারণে ২০২৫ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর অবশেষে নিরাপদে দুবাইয়ে পৌঁছান বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। তার সঙ্গে ছিলেন অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও।

রিশাদ সেখানে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে দুবাই পৌঁছেছি। পাকিস্তানে যে পরিস্থিতির মধ্যে ছিলাম, সেটা সত্যিই অনেক উদ্বেগজনক ছিল।’ তিনি জানান, তাদের উড্ডয়নের ২০ মিনিট পরই পাকিস্তানের এক বিমানবন্দরে মিসাইল হামলার খবর পান, যা আরও আতঙ্ক ছড়ায়।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলা রিশাদ আরও জানান, পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া বাংলাদেশের নাহিদ রানাও মানসিকভাবে বেশ চাপে ছিলেন। ‘ও খুব চুপচাপ ছিল। আমি চেষ্টা করেছি ওকে স্বাভাবিক রাখতে,’ বলেন তিনি।

রিশাদ জানান, ইংল্যান্ডের টম কারান পরিস্থিতি শুনে বিমানবন্দরে ভেঙে পড়েন। ‘কারান শিশুদের মতো কাঁদছিল, ওকে সামলাতে কয়েকজন এগিয়ে আসে,’ জানান রিশাদ।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল রিশাদকে দুবাইতে বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে আমি আর পাকিস্তানে যাব না।’

বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিয়ে পিসিবি একটি সভা ডাকে, যেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি টুর্নামেন্ট করাচিতে সরিয়ে নেয়ার প্রস্তাব দেন। কিন্তু বেশিরভাগ বিদেশি ক্রিকেটার নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে তাতে রাজি হননি।

রিশাদ বলেন, ‘পরে আমরা জানতে পারি করাচিতেও আগের দিন ড্রোন হামলা হয়েছিল। সেখান থেকে দুবাইতে নিয়ে আসতে সহযোগিতার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাই।’

পিএসএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের জন্য দুবাই থেকে নিজ নিজ দেশে ফেরার ব্যবস্থাও করা হয়েছে। রিশাদ জানান, পরিবারের উদ্বেগের মধ্যেও তারা এখন কিছুটা স্বস্তিতে আছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত