Homeদেশের গণমাধ্যমেএমন ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

এমন ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

[ad_1]

টানা ৫ দিন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গত বুধবার শুরু হওয়া এই তাপপ্রবাহ শুক্রবার থেকে তীব্র রূপ ধারণ করেছে। তীব্র তাপপ্রবাহের আভাস রয়েছে আজও। সকাল থেকেই গরমের অনুভূতি বেড়ে গেছে। এই গরম হঠাৎ করে কমার সম্ভাবনাও নেই। গরম কমার ক্ষেত্রে বৃষ্টি ও কালবৈশাখীর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১১ মে) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, গত মঙ্গলবার থেকে বৃষ্টি না থাকায় তাপমাত্রা এত বেড়ে গেছে। ফলে এখন যে গরম তা হঠাৎ করে কমবে না। এটা ধীরে ধীরে কমবে। আগামীকাল সোমবার ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস রয়েছে। এতে করে দিনের তাপমাত্রা কমতে পারে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে দেশের উত্তরাঞ্চল ছাড়া অন্যান্য জায়গায় গরম কিছুটা কমবে।

তিনি বলেন, যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আজ দুই-একটি জেলা থেকে তা দূর হতে পারে। আগামীকাল থেকে কয়েকটি অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ। এভাবে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে যেসব জায়গায় বৃষ্টি হবে সেসব জায়গায় তাপপ্রবাহ কমে আসবে।

তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হতে পারে ১৮ মে’র দিকে। এরপর থেকে তাপমাত্রা কমবে ও বৃষ্টি বাড়বে, যোগ করেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত