Homeবিনোদনবিপাশার নতুন যাত্রা | কালবেলা

বিপাশার নতুন যাত্রা | কালবেলা


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। দেশের বিনোদন জগতের সঙ্গে এখন আর তার সেভাবে নেই যোগাযোগও। তাই অভিনয়েও আগের মতো নিয়মিত নন তিনি। তবে শিল্পচর্চা থেকে একদমই দূরে নন এই তারকা। নিয়মিতই চিত্রশিল্পীর কাজ চালিয়ে যাচ্ছেন বিপাশা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে তার আঁকা ছবির একক প্রদর্শনীও হয়েছে বেশ কয়েকটি। সেগুলো শিল্পমনস্ক মানুষের প্রশংসা কুড়িয়েছে।

এবার অভিনেত্রী যুক্ত হলেন আন্তর্জাতিক শিল্পকর্মের দল ‘দ্য আর্ট ডোম’ এর সঙ্গে। ‘আর্ট ডোম’ বিশ্বব্যাপী অনুপ্রেরণা জাগিয়ে তুলতে এবং শিল্পসম্প্রদায়ের মধ্যে পার্থক্য তৈরিকারীদের জন্য দরজা খুলে দিতে কাজ করে আসছে। এখন থেকে ওই দলের হয়ে কাজ করবেন বিপাশা হায়াত, যা নিয়ে নিজের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন তিনি। ‘আর্ট ডোম’-এর পেইজ থেকে তার একটি সাক্ষাৎকারও প্রকাশ করা হয়েছে। যেখানে তিনি বলেন, ‘এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ ও যুক্ত হতে পেরে আমি আনন্দিত। তাদের কাজের ধরন ও আমার চিন্তাভাবনার অনেক মিল। এই দলে অত্যন্ত প্রতিভাবান, দূরদর্শী ব্যক্তিরা রয়েছেন। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’

দ্য আর্ট ডোম হলো একটি বৈশ্বিক শিল্পসংগঠন, যেখানে বিশ্বের নানা দেশের চিত্রশিল্পী ও সৃজনশীল ব্যক্তিরা একত্রিত হয়ে কাজ করেন। এই সংগঠনের লক্ষ্য হলো শিল্প ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং নতুন ধারার সৃষ্টিশীল ভাবনাকে উৎসাহ দেওয়া।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত