Homeদেশের গণমাধ্যমেবিক্ষোভে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

বিক্ষোভে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

[ad_1]

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তিন দিন পার হয়েছে। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক এবং পোস্ট বেসিক শিক্ষার্থীদের অপসারণ ও বিচার না করায় পঞ্চম দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস।

শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ কর্মসূচি করেছেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। দাবি আদায় না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (১১ মে) বেলা ১১টার দিকে বরিশাল নার্সিং কলেজের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন এ আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবি আদায়ে গত ৬ মে বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিতে হাতুড়ি এবং শাবল নিয়ে হামলা করেন ইন্সট্রাক্টর ফরিদা বেগম। হামলায় সহযোগিতা করেন ইন্সট্রাক্টর সাইব হোসেন রনি মোল্লা ও আলী আজগর। এর পর থেকেই আমরা ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করার দাবি জানিয়ে আসছি।

সংবাদ সম্মেলনের পর সব শিক্ষার্থীর উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত অভিযুক্ত শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ করা হয়। পাশাপাশি দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষার্থীরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত