Homeখেলাধুলামৌসুমের শেষ এল ক্লাসিকো জিতে শিরোপার দোরগোড়ায় বার্সা

মৌসুমের শেষ এল ক্লাসিকো জিতে শিরোপার দোরগোড়ায় বার্সা


মন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে এল ক্লাসিকো মানেই নাটক, আর এবার সেই নাটক ছাপিয়ে গেল রোমাঞ্চের সব সীমা! লা লিগায় দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৩ গোলের এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রাফিনিয়ার জোড়া গোল ও লামিন ইয়ামালের ঝলকে এই জয় কাতালানদের এনে দিল লা লিগা শিরোপা ছোঁয়ার এক হাত দূরত্বে।

লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই মানেই উত্তেজনা, কিন্তু এবার যেন সেই উত্তেজনার সীমা ছুঁয়ে গেল আকাশ! রোববার রাতে বার্সেলোনার ঐতিহাসিক মন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে ঘটে গেল এক অবিশ্বাস্য এল ক্লাসিকো, যেখানে দুই গোলে পিছিয়ে পড়েও রাফিনহার জোড়া গোল ও ফেরান তোরেসের দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে লা লিগা শিরোপার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেল বার্সা।

তবে ম্যাচের শুরুটা কিন্তু ছিল রিয়ালের দখলে, মাত্র ১৪ মিনিটের মধ্যেই কিলিয়ান এমবাপ্পে বার্সেলোনার রক্ষণ ভেদ করে জোড়া গোল করে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। প্রথমে পেনাল্টি থেকে এবং পরে ভিনিসিয়ুস জুনিয়রের পাসে গোল করে দর্শকদের মনে সৃষ্টি করেন একরাশ হতাশা। কিন্তু কাতালানরা কি এত সহজে হার মানে?

১৯তম মিনিটে ফেরান তোরেসের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান এরিক গার্সিয়া। এরপর ১৭ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামালের তালা। ৩২ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত কার্লিং শটে ম্যাচে সমতা ফেরান তিনি। ম্যাচ তখন জমে ওঠে, আর তার দুই মিনিট পরেই রাফিনিয়ার গোল—চাপের মুখে ভুল করা লুকাস ভাসকেজের কাছ থেকে বল কাড়িয়ে এগিয়ে দেন বার্সেলোনাকে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ফেরান তোরেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা। বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন দাঁড়ায় ৪-২, বার্সা সমর্থকদের মুখে তখন শুধুই উল্লাস!

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল পেতে পারতেন ইয়ামাল, কিন্তু রাফিনিয়ার অফসাইডে সেই গোল বাতিল হয়। এরপর আবারও দৃশ্যপটে এমবাপ্পে—৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি মহাতারকা। এই গোলের মাধ্যমে নিজের প্রথম মৌসুমেই রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন তিনি।

শেষদিকে ফেরমিন লোপেজ একবার বল জালে পাঠালেও ভিএআর সেই গোল বাতিল করে দেয় হ্যান্ডবলের কারণে। রাফিনহাও মিস করেন নিশ্চিত একটি সুযোগ, কিন্তু ততক্ষণে রিয়ালকে আর ম্যাচে ফেরার পথ দেয়নি বার্সা।

এক নজরে এল ক্লাসিকোর কিছু রেকর্ড, এই নিয়ে টানা চারটি এল ক্লাসিকো জিতলো বার্সেলোনা—১৯৮২-৮৩ মৌসুমের পর যা প্রথম। রিয়াল মাদ্রিদ এবার ক্লাসিকোতে বার্সার কাছে মোট ১৬টি গোল হজম করেছে। এই জয়ে বার্সা শীর্ষে ৭ পয়েন্টে এগিয়ে গেল এবং আর মাত্র এক জয় দূরে তাদের ২৮তম লা লিগা শিরোপা।

আগামী বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জয় পেলেই বার্সেলোনা নিশ্চিত করবে তাদের লিগ শিরোপা। অন্যদিকে, বুধবার যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় মায়োর্কার বিপক্ষে, তাহলে ঘরে বসেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত