Homeদেশের গণমাধ্যমেঅ্যাডামসকে না করে টেইটকে আনছে বিসিবি

অ্যাডামসকে না করে টেইটকে আনছে বিসিবি

[ad_1]

প্রকাশিত: ২২:৪৯, ১১ মে ২০২৫  

অ্যাডামসকে না করে টেইটকে আনছে বিসিবি


আন্দ্রে অ্যাডামস আউট। শন টেইট ইন। বিষয়টি এমনই দাঁড়াচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে শন টেইটকে নিয়োগ দিচ্ছে। আন্দ্রে অ্যাডামসের সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও তাকে না করে দিয়েছে। পারস্পরিক সমঝোতায় দুই পক্ষই নিজেদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

ফলে আনুষ্ঠানিকভাবে আন্দ্রে অ্যাড্যামসের যাত্রা শেষ হয়েছে। বিসিবি তাকে আনুষ্ঠানিক বিদায় দিয়েছে। ক্রিকেটাররা ড্রেসিংরুমে তাকে ফুল দিয়ে বিদায়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। ২০২৩ বিশ্বকাপের পরপরই অ্যাডামসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। শুরু থেকে তার কাজ নিয়ে খুব একটা বিশেষ কিছু মনে হয়নি সংশ্লিষ্টদের। গড়পড়তা পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে আগ্রহী নয় বিসিবি।

শন টেইন অস্ট্রেলিয়ার সাবেক পেসার। বাংলাদেশে বিপিএলে একাধিকবার কাজ করেছেন। প্রস্তাব পেলে বাংলাদেশ ক্রিকেটে কাজ করবেন সেই কথাও গণমাধ্যমে বলেছেন একাধিকবার। সেই আশা পূরণ হতে যাচ্ছে শিগগিরিই। বিসিবি ও টেইটের কথাও প্রায় চূড়ান্ত। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই।

তবে বাংলাদেশ দলের আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে পেস বোলিং কোচকে পাচ্ছে না। এই সিরিজে পেস বোলিং কোচ হিসেবে কেউ থাকবে না। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন টেইট। এর আগে পাকিস্তান জাতীয় দলে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত