Homeখেলাধুলাবার্সা সমর্থকদের কৌতুকে চটলেন ভিনিসিয়ুস

বার্সা সমর্থকদের কৌতুকে চটলেন ভিনিসিয়ুস


বার্সেলোনার বিপক্ষে ঐতিহাসিক ‘এল ক্লাসিকো’তে ৪-৩ ব্যবধানে হারের পর মাঠ ছাড়ার সময় আরেকবার আলোচনায় চলে এলেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে ফুটবলের কারিকুরি নয়, বরং বিতর্কে নাম জড়াল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

ম্যাচের ৮৮তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন রিয়াল তারকা। হাঁটুর মচকানো চোটে যখন ব্যথিত ভিনিসিয়ুস সাইডলাইন দিয়ে বেঞ্চের দিকে যাচ্ছেন, তখন হঠাৎ করেই ঘটে যায় সেই মুহূর্ত, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্টেডিয়ামের গ্যালারি থেকে একজন বার্সা সমর্থক উঁচিয়ে ধরেন একটি বিচ বল, যেটি সম্প্রতি একটি ব্যঙ্গাত্মক প্রতীকে পরিণত হয়েছে। এই কৌতুকের পেছনে আছে ব্যালন ডি’অর জেতার দৌড়ে ভিনিসিয়ুসের ব্যর্থতা, যেখানে পুরস্কার জিতে নিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। বিচ বলটি যেন ভিনির ব্যর্থতা মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই ব্যবহার করেন ওই সমর্থক।

আলোচিত সেই মুহূর্তটি।

ভিনিসিয়ুস বিষয়টি সহজভাবে নেননি। তিনি রাগান্বিত হয়ে সেই দর্শকের দিকে আঙুল তুলে কিছু কথাও বলেন, যা স্ট্যান্ড থেকে একজন ভক্ত মোবাইলে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেন। যদিও তার কথাগুলো স্পষ্ট শোনা যায়নি, তবে দৃষ্টিভঙ্গি ছিল যথেষ্ট বোঝার জন্য।

এ ধরনের প্রতিক্রিয়া অবশ্য ভিনিসিয়ুসের কাছে নতুন নয়। আগেও একাধিকবার প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে তর্কে জড়িয়েছেন এই রিয়াল তারকা। তবে এই ঘটনার পর সামাজিক মাধ্যমে দ্বিধাবিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে—কারও মতে, ভিনির এই আবেগ প্রমাণ করে তিনি খেলাটাকে কতটা গুরুত্ব দেন; আবার কেউ বলছেন, একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এমন প্রতিক্রিয়া কাম্য নয়।

ম্যাচের একমাত্র বিতর্ক নয়, ভিনিসিয়ুসকে নিয়ে রিয়াল শিবিরের এখন বড় চিন্তা তাঁর চোট। হাঁটুর মচকে যাওয়া চোটের কারণে তিনি হয়তো পরবর্তী কয়েকটি ম্যাচ মিস করতে পারেন।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই লাখো বার দেখা হয়েছে, মন্তব্যে ভরেছে ইউজারদের আবেগ, কৌতুক ও বিতর্কে। একদিকে যেখানে ভক্তরা বলছেন, ‘এমন ঠাট্টা বন্ধ হওয়া উচিত’, অন্যদিকে কেউ লিখেছেন, ‘ভিনিসিয়ুসের উচিত ছিল নিজেকে নিয়ন্ত্রণ করা।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত