Homeখেলাধুলানাহিদ-তাসকিনদের কোচ হলেন টেইট | কালবেলা

নাহিদ-তাসকিনদের কোচ হলেন টেইট | কালবেলা


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসারদের জন্য নতুন অধ্যায়ের সূচনা হলো। জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান পেস বোলার শন টেইটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪২ বছর বয়সী এই গতিদানব ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং চলতি মাসের শেষদিকে দলের সঙ্গে যোগ দেবেন।

বিশ্বের অন্যতম দ্রুতগতির পেসার হিসেবে খ্যাতি পাওয়া টেইট ছিলেন অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯টি ম্যাচ খেলা এই গতিতারকা কোচিং ক্যারিয়ারেও বেশ সমৃদ্ধ। তিনি এর আগে পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুধু জাতীয় দল নয়, বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগেও রয়েছে তার অভিজ্ঞতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ, পিএসএল, এলপিএল ও ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সাম্প্রতিক বিপিএলে চট্টগ্রাম কিংসের হেড কোচ ছিলেন, যেখানে ২০১২–১৩ মৌসুমে খেলোয়াড় হিসেবেও প্রতিনিধিত্ব করেছিলেন এই অজি পেসার।

বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত টেইট বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার দারুণ সময়। আমি মনে করি এটা এক ধরনের নতুন যুগ। তরুণ পেসারদের নিয়ে অনেক ইতিবাচক কথা শোনা যাচ্ছে, যা দুর্দান্ত। তবে এটা আন্তর্জাতিক ক্রিকেট—ডেভেলপমেন্ট স্কোয়াড নয়। তাই প্রতিভা দিয়ে ফল আনতে হবে, আমার মূল লক্ষ্যও সেটাই—পেসারদের উন্নতি এবং দলের জন্য আরও বেশি জয় এনে দেওয়া।’

তিনি আরও যোগ করেন, ‘ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগটা বাড়তি উত্তেজনা যোগাচ্ছে। সামনের যাত্রার জন্য মুখিয়ে আছি।’

টেইটের মতো একজন উচ্চপ্রশংসিত ফাস্ট বোলার ও অভিজ্ঞ কোচের আগমনে তরুণ পেসারদের আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি বাংলাদেশ দলের পেস আক্রমণেও নতুন গতি আসবে বলে মনে করছে দেশের ক্রিকেট মহল।

চলতি বছরই দেশের মাটিতে আসন্ন সিরিজগুলো এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে টেইটের উপস্থিতি হতে পারে বাংলাদেশ দলের জন্য বড় হাতিয়ার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত