Homeবিনোদনএখনো শেখার যাত্রা অব্যাহত আছে: ইমতিয়াজ বর্ষণ

এখনো শেখার যাত্রা অব্যাহত আছে: ইমতিয়াজ বর্ষণ


অভিনেতা ও মডেল ইমতিয়াজ বর্ষণ। কাজের মাধ্যমে নিজেকে অনেক আগেই প্রমাণ করেছেন তিনি। ভার্সেটাইল চরিত্রে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তাও। সংগীত নিয়েও রয়েছে তার ব্যস্ততা। অভিনয় ক্যারিয়ার ও অন্যান্য প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন মহিউদ্দীন মাহি

বর্তমানে কী নিয়ে ব্যস্ততা যাচ্ছে?

ওয়েব সিরিজ আর সিনেমার কাজ চলছে। ঈদুল আজহায় একটা ওয়েব সিরিজে আশা করছি দেখতে পাবেন।

অভিনয়ে কত বছর হলো?

যদি সিনেমা মুক্তির হিসাব ধরি, তাহলে বেশি না পাঁচ বছর প্রায়। আর টেলিভিশনে প্রথম আসা হিসাব করলে ১৪ বছর। অভিনয়ের সঙ্গে পথচলা তারও আগে মঞ্চ থেকে।

শুরু থেকে এখন পর্যন্ত অভিনয়ে যে পরিবর্তন এসেছে…

প্রতিটি কাজেই একজন অভিনেতা নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হয় এবং প্রতিটি অভিজ্ঞতায় নতুন করে শেখায়। শুরু থেকে আজ অবধি এখনো শেখার যাত্রা অব্যাহত আছে। প্রথম প্রথম কাঁচা হাতে ভয়ে ভয়ে ক্যামেরার সামনে দাঁড়াতাম, সেখান থেকে কিছুটা তো উত্তরণ হয়েছি। গত ১০ বছরের ভেতর কনটেন্ট প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে, এখন শুধু স্টারডম অ্যাটিটিউড, শুধু কমার্শিয়াল গেশ্চার, পোশ্চার বা ম্যানারিজম দিয়ে একটা সিনেমা বা সিরিজ আপনি পার করে দিতে পারবেন না। এখন যথেষ্ট ভাবনা চিন্তা করে ক্যারেক্টার প্লে করতে হয়। এর মধ্যেও অনেক এভারেজ কাজ হয়, বিলো স্ট্যান্ডার্ড কাজ হয়। তবে দিনশেষে আপনার এফোর্টটা স্ক্রিনে বোঝা যায় যদি আপনি হেলাফেলা না করে প্রোপারলি বুদ্ধি, পরিশ্রম আর মেধা খাটান।

অভিনয়ের পাশাপাশি সংগীতের একজন মানুষ, গান নিয়ে পরিকল্পনা কী?

নিজের জন্য গান করে যাব। আর সবাইকে শোনানোর পরিস্থিতি তৈরি হলে মাঝে মাঝে গান অনলাইনে রিলিজ করব।

আপনাদের একটি ব্যান্ড আছে, এটি নিয়ে বিস্তারিত জানতে চাই?

আমাদের কোনো চাপ নেই। মাঝে মাঝে আমরা মিলিত হই, তখন অনেক গান বানানোর প্রয়োজন অনুভব করি। অনেক না করতে পারলেও হয়তো একটা করি। আমরা ধীরে ধীরেই এগোব। আমাদের ব্যান্ডের নাম হ্যালির ধূমকেতু। আমাদের দুটি মৌলিক গান অডিও প্ল্যাটফর্মগুলোয় আছে। একটি ‘মেঘে মেঘে’ অন্যটি ‘হাওয়ার চিঠি’। আমাদের ব্যান্ডের হর্তাকর্তা একজনই আহমেদ রাজীব ভাই। আমার রাজীব ভাইয়ের ব্যস্ততা থেকে কিছু সময় বার করতে পারলে আমরা গান নিয়ে কিছু কাজ করি।

অভিনয় না সংগীত কোনটার প্রতি ভালোবাসা বেশি?

অভিনয় আমার শুধু নেশা নয় পেশাও। এটার প্রতি ভালোবাসা বেশি থাকাটাই স্বাভাবিক। তবে গানও অনেক ভালোবাসি।

আপনি একজন ফ্যাশন সচেতন আর্টিস্ট, সৌন্দর্যে কোন বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে থাকেন?

প্রথম তো কমফোর্ট, দ্বিতীয়ত যেটাই করি বা পরিধান করি সেটা ক্যারি করার সাহস।

ফ্যাশন নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে?

আপাতত নেই। তবে নতুন কিছু করার ইচ্ছা তো আছেই।

ওটিটি না বড় পর্দা, অভিনয়ে পছন্দের জায়গা কোনটি?

একজন অভিনেতা শেষ পর্যন্ত সিনেমা মানে বড় পর্দাতেই স্বাচ্ছন্দ্য খোঁজে।

সামনে কী কী কাজ আসছে আপনার?

ওয়েব কনটেন্ট আসবে আর কিছু সিনেমা নিয়ে এগোচ্ছি, সেগুলো আসবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত