Homeখেলাধুলাপ্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিলেন আনচেলত্তি

প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিলেন আনচেলত্তি


ইউরোপিয়ান ফুটবলের সফলতম কোচদের একজন, কার্লো আনচেলত্তি এবার শুরু করতে যাচ্ছেন তার কোচিং ক্যারিয়ারের এক নতুন অধ্যায়—এইবার ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে। লা লিগা ২০২৪/২৫ মৌসুম শেষে ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন তিনি, এমনটাই নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF)।

৬৫ বছর বয়সী ইতালিয়ান এই কোচ দীর্ঘদিনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন এমন এক সময়, যখন ক্লাবটি ট্রফিহীন এক মৌসুম শেষ করছে। গত রোববার এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ৪-৩ ব্যবধানে হেরে শিরোপার দৌড়ে কার্যত ছিটকে গেছে লস ব্লাঙ্কোস। মৌসুমে আর মাত্র তিন ম্যাচ বাকি, এবং বার্সার থেকে সাত পয়েন্ট পিছিয়ে আনচেলত্তির দল—এমন অবস্থায় আবারও শূন্য হাতে মৌসুম শেষ হচ্ছে, যা ২০১৯ সালের পর প্রথমবার।

তবে আনচেলত্তি বিদায় নিচ্ছেন এক ঐতিহাসিক কোচ হিসেবে। দুই দফায় রিয়ালের দায়িত্ব নিয়ে তিনি জিতেছেন মোট ১৫টি ট্রফি, যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা ডাবলও। তার বিদায় মানেই এক যুগের অবসান।

সিবিএফ-এর বিবৃতি অনুযায়ী, ‘কার্লো আনচেলত্তি একজন কিংবদন্তি। এই ঐতিহাসিক মুহূর্তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দল এবং ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে সফল কোচ একত্রিত হচ্ছে। আমরা তার নেতৃত্বে এক নতুন সফল যুগের অপেক্ষায় আছি।’

সিবিএফ ধন্যবাদ জানিয়েছে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকেও, চুক্তি থাকা সত্ত্বেও আনচেলত্তিকে ছাড় দেওয়ার জন্য। রিয়ালের সঙ্গে তার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত।

আনচেলত্তি দায়িত্ব নিচ্ছেন দরিভাল জুনিয়রের জায়গায়, যাকে মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর ছাঁটাই করা হয়। বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে, ১৪ ম্যাচে ৫টি হারলেও এখনও ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে সেলেসাওদের সামনে।

আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচ হবে জুনে—বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। আর বড় চ্যালেঞ্জ হবে ২০২৬ বিশ্বকাপ।

তিন দশকের কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি কাজ করেছেন জুভেন্টাস, এসি মিলান, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও চেলসির মতো ক্লাবের সঙ্গে। তিনি একমাত্র কোচ, যিনি ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেন—সব বড় পাঁচটি লিগেই শিরোপা জিতেছেন।

এদিকে আনচেলত্তির উত্তরসূরি হিসেবে রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন তারই সাবেক শিষ্য, জাবি আলোনসো। গত সপ্তাহে তিনি ঘোষণা দিয়েছেন, চলতি মৌসুম শেষে ছেড়ে দেবেন জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। রিয়াল চায়, ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই তাকে দায়িত্বে আনতে।

ইউরোপের রাজা এবার লাতিন আমেরিকার মঞ্চে—কার্লো আনচেলত্তির হাত ধরে কি ঘুচবে ব্রাজিলের দুই দশকের বিশ্বকাপ খরা? এখন সেটিই দেখার অপেক্ষা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত