Homeদেশের গণমাধ্যমেগাছ থেকে আম পাড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

গাছ থেকে আম পাড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

[ad_1]


কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১২ মে ২০২৫  
আপডেট: ২২:৫১, ১২ মে ২০২৫

গাছ থেকে আম পাড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি


কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মমতা বেগম (৫৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে জিল্লুর রহমান।

সোমবার (১২ মে) বিকেলে উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতা বেগম নজেরবাড়ি এলাকার মতিউর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি আম গাছের ভোগ-দখলে আছেন। সোমবার সেই গাছ থেকে আম পাড়তে গেলে প্রতিবেশী কালু মিয়া বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জিল্লুর রহমান ও তার মা আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমতা বেগমকে মৃত ঘোষণা করেন। জিল্লুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/রুম্মন/রাজীব



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত