Homeখেলাধুলাযুদ্ধবিরতির পর মাঠে ফিরছে পিএসএল, পিসিবি দিল তারিখ

যুদ্ধবিরতির পর মাঠে ফিরছে পিএসএল, পিসিবি দিল তারিখ


পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির সুবাদে আবারও মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ১৭ মে থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের বাকি অংশ, যা ২৫ মে ফাইনাল দিয়ে পরিসমাপ্তি পাবে—এমনটাই নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি।

মঙ্গলবার (১৩ মে) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে নকভি লেখেন, ‘পিএসএল-এক্স আবার সেই জায়গা থেকেই শুরু হচ্ছে, যেখানে থেমেছিল! ছয় দল, কোনো ভয় নেই। এক হোক সবাই, উদযাপন হোক ক্রিকেটের!’

মাত্র এক সপ্তাহ আগেই স্থগিত করা হয়েছিল পিএসএলের দশম আসর। কারণ ছিল ভারতের হামলা, যাতে পাকিস্তানের দাবি ৫১ জন পাকিস্তানি মারা যান—যার মধ্যে ৪০ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য। সেই ঘটনার পর টুর্নামেন্ট স্থগিত রাখে পিসিবি।

তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ার পর ফের মাঠে গড়াতে যাচ্ছে পিএসএল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট স্থগিত হয়েছিল। সেই উত্তেজনার জায়গা থেকে আবার শুরু হবে লড়াই।

নকভি জানিয়েছেন, বাকি ৮টি ম্যাচ হবে টানা দিনে দিনে, যার পরে ২৫ মে জমকালো ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে পিএসএল-এক্স। সম্পূর্ণ সূচি খুব শিগগিরই প্রকাশ করবে পিসিবি।

তিনি আরও বলেন, ‘ছয়টি ফ্র্যাঞ্চাইজিই আবার মাঠে নামছে। আমি প্রত্যেক দলকে শুভকামনা জানাই।’

এদিকে পুনরায় খেলা শুরুর জন্য সব ভেন্যুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং স্মুথ অপারেশনস নিশ্চিত করতে কাজ করছে বোর্ড।

যুদ্ধ পরিস্থিতির কারণে মাঠে ক্রিকেট থেমে গেলেও, এখন যুদ্ধবিরতির পর ক্রিকেটপ্রেমীদের মধ্যে আবার প্রাণ ফিরেছে। ভক্তদের মধ্যে একধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে। ‘৬ দল, ভয় নেই’—এই স্লোগান ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এই সূচির কারণে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দুই দেশের মধ্যেকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করা ছিল ২৫ মে তারিখ থেকেই। ফাইনাল ২৫ তারিখেই হলে, পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত