Homeবিনোদননতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব

নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব


সিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া চলে। নতুন সিনেমার জন্য খোঁজা হয় প্রযোজক। সব মিলিয়ে সিনেমা প্রদর্শনী ও বিকিকিনির এ মহামিলনে দেশ কিংবা ভাষার ভিন্নতা কোনো বিষয় নয়, ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজই সেখানে প্রধান হাতিয়ার। স্টোরিটেলিং সবচেয়ে বড় শক্তি।

কান চলচ্চিত্র উৎসবের এই ‘বর্ডার ক্রসিং’ বৈশিষ্ট্য এবার বড় রকমের ধাক্কা খাচ্ছে। এ মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে মুক্তির ক্ষেত্রে ‘বিদেশে নির্মিত’ সব সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের প্রযোজনায় তৈরি সিনেমাকে প্রাধান্য দিতে বিকল্পও অনুসন্ধান করা হচ্ছে। তবে ট্রাম্পের এ ঘোষণা হতবাক করে দিয়েছিল গোটা হলিউড ও আন্তর্জাতিক ফিল্ম কমিউনিটিকে। সেই উদ্বেগের রেশ আছড়ে পড়েছে কান উৎসবেও। কারণ, ট্রাম্পের এই নয়া শুল্কনীতি কার্যকর হলে কান উৎসবে আসা সিনেমাগুলো যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে প্রবেশের ক্ষেত্রে বাধার মুখে পড়বে। সেখানকার পরিবেশকেরাও আগ্রহ হারাবেন।

লালগালিচায় বড় নাম

টম ক্রুজ, রবার্ট ডি নিরো ও অ্যাঞ্জেলিনা জোলি এবার কান উৎসবের অন্যতম বড় আকর্ষণ। ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এর প্রিমিয়ারে আসবেন টম। অন্যদিকে রবার্ট ডি নিরো পাবেন কানের সম্মানজনক পাম দ্য’র। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন জোলি। তারকাদের মধ্যে আরও থাকবেন জেনিফার লরেন্স, হোয়াকিন ফোনিক্স, ডেনজেল ওয়াশিংটন, এমা স্টোন প্রমুখ।

তিন তারকার পরিচালনায় অভিষেক

অভিনয় থেকে প্রথমবার পরিচালনায় স্কারলেট জোহানসন, ক্রিস্টেন স্টুয়ার্ট ও হ্যারিস ডিকিনসন। তাঁদের প্রথম সিনেমাগুলো প্রতিযোগিতা করবে কানের আ সার্তে রিগার্ড বিভাগে। রয়েছে হ্যারিস ডিকিনসনের ‘আর্চিন’, স্কারলেট জোহানসনের ‘এলিনর দ্য গ্রেট’ ও ক্রিস্টেন স্টুয়ার্ট পরিচালিত সিনেমা ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’।

‘আলী’ সিনেমার পোস্টার

‘আলী’ সিনেমার পোস্টার

আলোচনায় ফিলিস্তিন

গাজায় ইসরায়েলের হামলা নিয়ে একাধিক সিনেমা দেখানো হবে এবারের কান চলচ্চিত্র উৎসবে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গত মাসে পরিবারের ১০ সদস্যসহ নিহত হন গাজার ফটোসাংবাদিক ফাতিমা হাসসুনা। তাঁর গল্প উঠে এসেছে ইরানি নির্মাতা সেপিদেহ ফার্সির ‘পুট ইয়োর সৌল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ তথ্যচিত্রে। ১৫ মে কান উৎসবে দেখানো হবে এটি। এ ছাড়া আ সার্তে রিগার্ড বিভাগে প্রতিযোগিতা করছে গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে নির্মিত আরেকটি সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’। এটি পরিচালনা করেছেন নির্মাতা জুটি আরব ও টারজান নাসের।

হাড্ডাহাড্ডি লড়াই

কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ্য’রের জন্য এবার প্রতিযোগিতা করছে ২২টি সিনেমা। প্রতিটি সিনেমা ভিন্ন বিষয়বস্তু নিয়ে তৈরি। ফলে সেরা সিনেমা নির্বাচন করা এবার কঠিন হবে বিচারকদের জন্য। নির্মাতা জুটি ডারডেন ব্রাদার্স ফিরছেন ‘দ্য ইয়াং মাদারস হোম’ নিয়ে। আশির দশকের এইডস-সংকটের বিষয় উঠে এসেছে কয়েকটি সিনেমায়। ব্রিটিশ অভিনেতা জশ ও’কন্নর অভিনীত দুটি সিনেমা রয়েছে তালিকায়—‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ ও ‘দ্য মাস্টারমাইন্ড’। ইরানের উপস্থিতিও এবার তাৎপর্যপূর্ণ। প্রতিযোগিতা করছে ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ এবং সাঈদ রুস্তায়ির ‘উইমেন অ্যান্ড চাইল্ড’।

কানে বাংলাদেশের ‘আলী’

কান উৎসবের এবারের আসরে জায়গা পেয়েছে বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির প্রযোজক বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাভুক্ত হওয়ার ঘটনা এটি প্রথম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত