Homeবিনোদনশিক্ষকের ভূমিকায় কীর্তি | কালবেলা

শিক্ষকের ভূমিকায় কীর্তি | কালবেলা


জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ এবার পা রাখছেন হিন্দি ছবির নতুন এক অধ্যায়ে। তাও একেবারে ব্যতিক্রমী চরিত্রে। বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করে নিতে চলেছেন এই সুন্দরী। দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্রকে কেন্দ্র করে তৈরি এক ব্যঙ্গাত্মক কাহিনিতে দুজনে রূপ দেবেন দুই ভিন্নমুখী শিক্ষক চরিত্রে।

নামহীন এই ছবির মূল উপজীব্য ভারতের শিক্ষা খাত কীভাবে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে, সেই বাস্তবতাকে কৌতুক ও ব্যঙ্গের ছাদে তুলে ধরা। দুজন শিক্ষকের দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজে শিক্ষার গুণমান ও আদর্শ হারানোর গল্পই হবে ছবির মূল কেন্দ্রবিন্দু।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, মুম্বাইতে সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ১ জুন। পরে দ্বিতীয় পর্যায়ের শুটিং হবে দিল্লিতে এবং গোটা কাজ সম্পন্ন করার জন্য ৪৫ দিনের একটি নিরবচ্ছিন্ন শিডিউল নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন নির্মাতা আদিত্য নিমবালকর। যিনি সম্প্রতি আলোচিত থ্রিলার সেক্টর ৩৬ পরিচালনা করেছেন।

কীর্তি সুরেশ বর্তমানে তার তামিল অ্যাকশন ছবি ‘রিভলভার রিতা’র কাজ শেষ করার পথে। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা কে চান্দ্রু। চলচ্চিত্রটিতে কীর্তির পাশাপাশি অভিনয় করছেন সুনীল, রাধিকা শরৎকুমার, রেডিন কিংসলেসহ আরও অনেকে। এ সিনেমার শুটিংয়ের পরই অভিনেত্রী যুক্ত হবেন আসন্ন এই হিন্দি সিনেমায়।

এদিকে রাজকুমার ও পত্রলেখা জানিয়েছেন, কাম্পা ফিল্মসের মাধ্যমে তারা নতুন ও সাহসী গল্প বলার চেষ্টা করবেন। এই ছবিটি সেই দিকেরই এক বড় পদক্ষেপ।

চলচ্চিত্রপ্রেমীদের কাছে কীর্তি ও রাজকুমারের এই নতুন জুটিকে দেখা নিঃসন্দেহে এক আকর্ষণীয় অভিজ্ঞতা হতে চলেছে বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত