Homeবিনোদনকর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন সেলেনা

কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন সেলেনা


বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ওয়ান্ডারমাইন্ড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন সেলেনা। তবে প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মাথায় আর্থিক সংকটে পড়ে ওয়ান্ডারমাইন্ড। এখানে যেসব কর্মী কাজ করেন, তাঁদের কয়েক মাসের বেতন বাকি পড়েছে। ইতিমধ্যে কমিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবা সুবিধা। ব্যাংক থেকে ঋণ নিয়ে এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ওয়ান্ডারমাইন্ডের সঙ্গে কাজ করা ফ্রিল্যান্সার ও ভেন্ডররাও পাওনা টাকার অপেক্ষায় আছেন।

ফোর্বস জানিয়েছে, সেলেনা গোমেজ নাকি তাঁর কর্মীদের বলেছেন, তাঁদের বেতন দেওয়ার জন্য বাড়ি বন্ধক রেখে ঋণ করেছেন তিনি! যদিও সেলেনার এ দাবি মিথ্যা বলে জানিয়েছেন ওয়ান্ডারমাইন্ডের এক কর্মী। প্রতিষ্ঠানটির মুখপাত্র ফোর্বসকে এক বিবৃতিতে এই দুঃসময়ের কথা স্বীকার করে জানিয়েছেন, অন্য অনেক স্টার্টআপের মতো ওয়ান্ডারমাইন্ডও নানা প্রতিকূলতার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এসব বাধা কাটিয়ে নতুন অধ্যায়ে পা রাখবে। মানসিক সুস্থতার ক্ষেত্রে ওয়ান্ডারমাইন্ড যেভাবে লাখ লাখ মানুষকে সেবা দিয়ে এসেছে, সেটা আরও বাড়বে।

উল্লেখ্য, গত বছরই ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পত্তি অর্জন করে বিলিয়নিয়ারের স্বীকৃতি পেয়েছেন সেলেনা। এত অর্থের মালিক হয়েও নিজের প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বকেয়া রাখায় অনেকে তাঁর সমালোচনা করছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত