Homeদেশের গণমাধ্যমেঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি 

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি 

[ad_1]

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৪ মে) ছাত্রদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদল জানায়, সাম্যর হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হন। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।

শাহরিয়ার হত্যার প্রতিবাদে রাতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার’—এমন বিভিন্ন স্লোগান দেয়।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত