Homeখেলাধুলাআইপিএলের বাকি ম্যাচে নাচ-গান বাদ দিতে বললেন গাভাস্কার

আইপিএলের বাকি ম্যাচে নাচ-গান বাদ দিতে বললেন গাভাস্কার


ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এক সপ্তাহ স্থগিত ছিল আইপিএল ২০২৫। অবশেষে ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে এই জমজমাট লিগ। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)।

তবে ক্রিকেট ফেরার আনন্দের মাঝেও সাবেক ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার দিয়েছেন এক আবেগঘন আহ্বান। তিনি চান, বাকি ম্যাচগুলোতে যেন আনন্দ-উল্লাস বা উৎসবের রং না মেশে—উপযুক্ত মর্যাদা দেওয়া হোক কাশ্মীরে নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি।

‘স্পোর্টস টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘যা ঘটেছে, তাতে অনেক পরিবার প্রিয়জন হারিয়েছে। এমন পরিস্থিতিতে মাঠে ডান্সিং গার্লস বা ওভার চলাকালীন ডিজের চিৎকার থাকা উচিত নয়। খেলাটা হোক, দর্শকরা আসুক—কিন্তু শুধু ক্রিকেট, আর কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ খেলা বন্ধ রাখা সঠিক সিদ্ধান্ত ছিল। যুদ্ধকালীন অবস্থায় খেলার জায়গা নেই। এখন যুদ্ধবিরতি হয়েছে, তাই ক্রিকেট ফিরছে।’

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সোমবার রাতে নতুন সূচি প্রকাশ করেছে। বাকি ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, আর ৩ জুন নির্ধারিত হয়েছে এবারের ফাইনাল।

উল্লেখ্য, আইপিএল বন্ধ হওয়ার পেছনে মূল কারণ ছিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং এরপর ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানে হামলা। এই প্রেক্ষাপটেই গাভাস্কারের মতো কিংবদন্তির আবেগঘন বার্তা যেন মনে করিয়ে দিচ্ছে—কখনো কখনো ব্যাট-বলের উত্তেজনাকেও ছাপিয়ে যায় বাস্তব জীবনের বেদনা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত