Homeখেলাধুলাপর্তুগালের জার্সিতে অভিষেক হলো রোনালদোর ছেলের

পর্তুগালের জার্সিতে অভিষেক হলো রোনালদোর ছেলের


ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরেই এগোচ্ছে ‘ক্রিস্টিয়ানিনহো’ নামে পরিচিত তার পুত্র রোনালদো জুনিয়র। মঙ্গলবার ক্রোয়েশিয়ায় ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে জাপানের বিপক্ষে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে প্রথমবার মাঠে নেমেই পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক করলেন রোনালদো জুনিয়র।

৪-১ গোলে জয়ী হওয়া ম্যাচে বেঞ্চ থেকে উঠে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। বদলি হিসেবে ক্রিস্টিয়ানিনহো প্রবেশ করেন আব্দু কাসামার পরিবর্তে। ম্যাচের সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রোনালদোর মা মারিয়া ডোলোরেস আভেইরোও, যিনি নিজের ইনস্টাগ্রামে ম্যাচের আগে শুভকামনা জানিয়েছিলেন, ‘শুভকামনা পর্তুগাল (অনূর্ধ্ব-১৫)।’

ছেলের অভিষেকে দারুণ আবেগপ্রবণ প্রতিক্রিয়া দিয়েছেন রোনালদোও। সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘পর্তুগালের হয়ে তোমার অভিষেকের জন্য অভিনন্দন, ছেলে। তোমার জন্য আমি গর্বিত!’

রোনালদো এখনো নিজের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন প্রথম দলের নিয়মিত সদস্য হিসেবে, বয়স ৪০ ছুঁয়ে গেলেও তার পারফরম্যান্সে কোনো ভাটা নেই। এদিকে, তার ছেলে ক্রিস্টিয়ানিনহো আল-নাসরের যুবদলে খেলছেন এবং আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের পর তাকেও ভবিষ্যতের তারকা হিসেবে দেখছেন অনেকে।

পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে এবার গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন রোনালদো জুনিয়র। অন্যদিকে রোনালদো সিনিয়র মাঠে ফিরবেন ১৬ মে, আল-নাসরের সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল-তাওয়ুনের বিরুদ্ধে।

বাবা-ছেলে দুজনই মাঠে- দুই প্রজন্মের রোনালদো যেন এখন পর্তুগিজ ফুটবলের অনন্য রূপকথা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত