[ad_1]
গিফট ভাউচার জয়ীরা হলেন ঢাকার রণিত রায়হান রাহী, শাহরিয়ার রিফাত, কামরুল হাসান, শাহ্ মো. আবদুল বারী, মো. তুলিপ হোসেন, মো. মনিরুজ্জামান, হামিদুর রহিম, ফিরোজ আহমেদ, মো. আবদুল বাসেত, মুহাম্মদ ওয়ালিউর রহমান, আসিফ মুবাশ্বির রাফি, এস এম সায়েম, হামীম খান, ফারজানা শরীফ, তারিকুল ইসলাম, নূর, অনিন্দ্য, মো. ফরহাদ হোসেন, তাসিন রিশাদ, শাহাদাত হোসেইন, মো. আনিসুল ইসলাম অনিক, মাগুরার মো. মাহমুদ কলি রুবেল, মানিকগঞ্জের ফাতেমা আক্তার লুবনা ও চট্টগ্রামের মহিমা।
উল্লেখ্য, যে পাঁচ ক্রিকেটারের ওপর ভিডিও নির্মিত হয়েছিল, তাঁরা হলেন ভারতের শুবমান গিল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, আফগানিস্তানের নাভিন-উল-হক, ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং বাংলাদেশের নাহিদ রানা। পর্বগুলোর প্রযোজনায় ছিলেন সাইফুল করিম শুভ। পাঁচ পর্বের কুইজে অংশ নিয়েছেন প্রায় দেড় হাজার দর্শক। পাঁচ পর্বের মোট ভিউ হয়েছে ৩০ লাখের বেশি।
[ad_2]
Source link