Homeদেশের গণমাধ্যমেতুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ

[ad_1]

ভারত-পাকিস্তান সংঘাতময় পরিস্থিতিতে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। আর এতেই ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর জেরে এবার তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল করল  দিল্লির বিখ‍্যাত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)।

জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেএনইউ।

২০২৩ সালে ভূমিকম্পে তুরস্কে ৫০ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময় ভারত প্রথম দেশ যারা তুরস্কের পাশে দাঁড়িয়েছিল। ‘অপারেশন দোস্ত’-এর মাধ্যমে বিপুল ত্রাণসামগ্রী তুরস্কে পাঠায় ভারত। সেটা ভুলে তুরস্ক যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, তাতে ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে জেএনইউ তুরস্কের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলো।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি জেএনইউয়ের সঙ্গে তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও পরিচালন সংক্রান্ত নানা বিষয় নিয়ে তিন বছরের চুক্তি হয়। সেটাই এবার বাতিল করা হল।

এ বিষয়ে জেএনইউয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বুধবার লেখা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই চুক্তি বাতিল করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত চুক্তিটি বাতিল থাকবে। দেশের পাশেই রয়েছে জেএনইউ।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত