[ad_1]
মমতাজ মান্নান ১০ দফা প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো—
১. একপেশে নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে এবং সব অংশীজনের সমন্বয়ে একটি ইনক্লুসিভ নতুন কমিশন গঠন করতে হবে।
২. প্রতিবেদনে ধর্মবিদ্বেষী মনোভাব ও পক্ষপাতমূলক চিন্তাভাবনা পরিহার করতে হবে।
৩. যৌন পেশাকে (নারী অধিকার আন্দোলনের ভাষায় পতিতাবৃত্তি) আইনি স্বীকৃতি দেওয়ার সুপারিশ বাতিল করতে হবে।
৪. সব ক্ষেত্রে নারী–পুরুষের সমতার সুপারিশ বাতিল করে ইসলামের নীতি বহাল রাখতে হবে।
৫. জাতিসংঘের সিডও সনদের দুটি ধারার [ধারা ২ ও ধারা ১৬.১ (গ)] সংরক্ষণ প্রত্যাহার–সংক্রান্ত প্রস্তাবটি বাতিল করতে হবে।
[ad_2]
Source link