হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। যদি সে ওই গুনাহ ছেড়ে দেয় এবং তওবা করে, তবে অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি গুনাহের পর তওবা করার পরিবর্তে আরও গুনাহ করে, তবে অন্তরের কালিমা আরও বাড়তে থাকে। অবশেষে তার অন্তর কলুষতায় ছেয়ে যায়।’ (তিরমিজি: ৩৩৩৪)
শিক্ষা
১. মানুষ গুনাহ করলে দুনিয়ার জীবনে তার কুপ্রভাব পড়ে। অন্তর কলুষিত হয়ে পড়ে এবং জীবন বিষাদগ্রস্ত হয়ে পড়ে।
২. পক্ষান্তরে ভালো কাজ করলে অন্তর শুভ্র ও পবিত্র থাকে। জীবনও অনেক সুন্দর ও ঝরঝরে থাকে।
৩. গুনাহের পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে অন্তরের কালো ও কালিমা দূর হয়ে যায়। তাই গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া-কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নেওয়া।
৪. অন্যথায় অন্তর আরও শক্ত ও রুক্ষ হতে থাকে। জীবনও পেরেশানি ও কলুষতায় ভরে যায়।