Homeদেশের গণমাধ্যমেমানবজাতির জন্য আদর্শ তিনি | কালবেলা

মানবজাতির জন্য আদর্শ তিনি | কালবেলা

[ad_1]

আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের মধ্য হতে তাদের প্রতি একজন রাসুল প্রেরণ করেছেন; যিনি তাদের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, তাদের সংশোধন করবেন এবং তাদের কিতাব ও হেকমত শিক্ষা দেবেন। যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল।’ (সুরা আলে ইমরান: ১৬৪)

শিক্ষা

১. আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর মানুষ কীভাবে তাদের জীবন পরিচালনা করবে, সেটা বাস্তবে প্রশিক্ষণের জন্য নবীজিকে প্রেরণ করেছেন। এটা মানুষের জন্য আল্লাহর অশেষ অনুগ্রহ।

২. আল্লাহ তার রাসুল ও দূত হিসেবে মানব সমাজের ভেতর থেকেই একজনকে নির্বাচন করেছেন। যেন তিনি মানুষের সব বিষয় অনুধাবন করেন এবং মানুষের সমাজেও তাকে অনুসরণ করার সহজাত অনুপ্রেরণা জাগে।

৩. নবীর কাজ ছিল আল্লাহর আয়াত মানুষকে তেলাওয়াত করে শোনানো, যেসব মন্দ স্বভাব সমাজে ছড়িয়ে পড়েছিল, তা সংশোধন করা এবং আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলোয় সবাইকে আলোকিত করা।

৪. নবীজির অবর্তমানে আলেমগণকে নবীজি উত্তরসূরি হিসেবে ঘোষণা দিয়েছেন। তারা নবীজির ওপর অর্পিত এ দায়িত্বগুলো পালন করতে থাকবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত