Homeদেশের গণমাধ্যমেরাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

[ad_1]

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় মো. বাচ্চু (৪৮) নামে এক চালককে হত্যা করে তার সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) ভোররাতে পল্লবীর ১২ নম্বরের ডিওএইচএস মোড়ে এ ঘটনা ঘটে।

পরে সকালে সাড়ে ৯টার দিকে পল্লবী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত অটোরিকশাচালকের সহকর্মী মো. বেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা মেট্রো-দ-১১-১০৬৭ নম্বর গাড়িটি দিনে আমি চালাতাম ও রাতে বাচ্চু চালাতো। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাচ্চুর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরে সকালে তার মরদেহ পল্লবীর ১২ নম্বর ডিওএইচএস মোড়ে রাস্তায় পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশ রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে।’

বেলাল আরও বলেন, ‘ছিনতাইকারীরা বাচ্চুকে হত্যা করে তার সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশাটা ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে শনিবার পল্লবী থানা মামলা করা হবে।’

নিহত বাচ্চুর গ্রামের বাড়ি ভোলার লালমোহনে। তিনি তার স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মোহাম্মদপুর বছিলার শাহজালাল হাউজিং এলাকায় থাকতেন।

এ বিষয়ে জানতে শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত পল্লবী থানার ওসি নজরুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুমকে একাধিকবার ফোন করা হলেও তারা কোনও সাড়া দেননি।

তবে রাত দেড়টার দিকে থানার দায়িত্বরত ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রাত ৮টা থেকে ডিউটি শুরু করেছি। তবে শুনেছি সকালে ১২ নম্বর বাসস্ট্যান্ডে একটি লাশ পাওয়া গেছে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত