Homeদেশের গণমাধ্যমে৫০ লাখ এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

৫০ লাখ এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

[ad_1]

বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম এপেক্স ফুটওয়্যার লিমিটেড। তাদের জনপ্রিয়তায় নতুন মাইলফলক যোগ করে তাদের লয়াল্টি ক্লাব, এপেক্স রিওয়ার্ডসে এখন ৫০ লাখ রেজিস্টার্ড কাস্টমার।

আস্থা ও বিশ্বাসের এ পথচলায় তাদের কাস্টমারদের উদ্দেশ্য করে গত ৮ মে কোম্পানিটি ‘চলতে চলতে ৫০ লাখে’ ক্যাম্পেইন লঞ্চ করে, যা ১৫ মে পর্যন্ত চলে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে এপেক্স তাদের কাস্টমারদের জন্য বিভিন্ন অফারের ব্যবস্থা করে। ক্যাম্পেইন চলাকালীন যেকোনো কাস্টমার মাত্র ১ হাজার ২৯৯ টাকার শপিং করলেই এপেক্স রিওয়ার্ডসের রেজিস্টার্ড মেম্বার হতে পারে। সঙ্গে কোনো রেজিস্টার্ড কাস্টমার ২ হাজার টাকা বা তার বেশি মূল্যের শপিং করলে তাদের টিয়ারের ওপর নির্ভর করে দ্বিগুণ রিওয়ার্ডস পয়েন্ট পায়।

এছাড়া দেশের নামকরা ব্র্যান্ডের সঙ্গেও এপেক্স পার্টনারশিপের মাধ্যমে তাদের কাস্টমারদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট অফারের কুপন দেয়। এ কুপন ব্যবহার করে কাস্টমাররা গোজায়ান থেকে সর্বনিম্ন ৫ হাজার টাকার ফ্লাইট বা হোটেল বুকিং করলে ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছে যা ৩১ আগস্ট পর্যন্ত প্রযোজ্য। সঙ্গেই, কুপন দিয়ে মীনা বাজারে শপিংয়ে তারা ৫শতাংশ করে সর্বোচ্চ ১০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছে; আর মীনা সুইটসের সব মিষ্টি পণ্যে ফ্ল্যাট ৫শতাংশ ডিসকাউন্ট পাচ্ছে ৩০ জুন পর্যন্ত। শেফস টেবিলের নির্দিষ্ট রেস্টুরেন্টে তারা কুপন দিয়ে ৩০ জুন পর্যন্ত ১০শতাংশ ডিসকাউন্টও উপভোগ করতে পারবে।

গত ১৫ মে গুলশান-১ এর এপেক্স স্টোরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এপেক্স কর্তৃপক্ষ, অন্য ব্র্যান্ড পার্টনাররা এবং দীর্ঘদিন ধরে সঙ্গে থাকা এপেক্সের লয়াল কাস্টমাররা।

অনুষ্ঠানটির একটি বিশেষ অংশ হিসেবে ‘শপ বিগ উইন বিগ’ অফারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এপেক্স কর্তৃপক্ষ। এ বছর রমজানে যেসব কাস্টমাররা এপেক্স থেকে সর্বোচ্চ মূল্যের ট্রান্সাকশনে কেনাকাটা করেছেন তাদেরকে ‘শপ বিগ উইন বিগ’ অফারের মাধ্যমে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এপেক্স কর্তৃপক্ষ ব্যক্ত করে যে, এপেক্স রিওয়ার্ডসের এ ৫০ লাখ লয়াল কাস্টমার কেবল একটি সংখ্যা নয় বরং এটি তাদের প্রতি কাস্টমারদের আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন।

এপেক্স রিওয়ার্ডসের এ মাইলফলক অর্জন ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে তাদের অবস্থান আরও দৃঢ় করেছে। এপেক্সও তাদের সব কাস্টমারদের সর্বোচ্চ সেবা আর মানসম্পন্ন পণ্য সরবরাহ করে তাদের পছন্দের শীর্ষে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত