Homeদেশের গণমাধ্যমেজিপির মুনাফা কমলেও বেড়েছে রবির

জিপির মুনাফা কমলেও বেড়েছে রবির


রবির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় জানা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে আয় কমে যাওয়ার পরও মুনাফা বৃদ্ধি পাওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বিক্রি ও বিতরণ বাবদ খরচ আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। দ্বিতীয়ত, ব্যাংকঋণের সুদ বাবদ ব্যয়ও হ্রাস পেয়েছে। তৃতীয়ত, কর বাবদ খরচ কমেছে। গত বছরের প্রথম তিন মাসে রবি বিক্রি ও বিতরণ খাতে খরচ করেছিল ৩৮৭ কোটি টাকা, যা এবারে একই সময়ে কমে ২৮০ কোটি টাকায় নেমেছে। ব্যাংকঋণের সুদ বাবদ গত বছরের জানুয়ারি-মার্চে যেখানে রবির খরচ হয়েছিল ১৮৩ কোটি টাকা, সেখানে এবার একই সময়ে তা কমে ১৬৯ কোটি টাকায় নেমে এসেছে। কোম্পানিটি গত বছরের প্রথম তিন মাসে কর বাবদ ব্যয় করেছিল ১৬২ কোটি টাকা, যা চলতি বছরের একই সময়ে কমে ১০৪ কোটি টাকায় নেমেছে। উল্লেখিত তিন খাতে খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় কোম্পানিটির মুনাফা প্রায় ১৭ শতাংশ বেড়েছে।

রবির আয় কমে যাওয়ার কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও প্রধান আর্থিক কর্মকর্তা এম রিয়াজ রশিদ বলেন, ‘গত এক বছরে আমরা ডেটার দাম প্রায় ২০ শতাংশ কমিয়েছি। এর ফলে ডেটার ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়লেও রাজস্ব বা আয় বৃদ্ধির গতি ধরে রাখা সম্ভব হয়নি। তাই ডেটার দাম ব্যাপকভাবে কমে যাওয়ার বিষয়টি আমাদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া মূল্যস্ফীতিসহ সাধারণ মানুষের নানা ধরনের খরচ বেড়ে যাওয়ায় তারও নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের আয়ে। তবে আমরা বিশ্বাস করি দেশের অর্থনীতি খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত